ED Raid: আবার মিলল কুবেরের ধন, টাকা গুনতেই হিমশিম ইডি আধিকারিকরা

শুক্রবার সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি (ED Raid) শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছতেই পড়তে হয় আক্রমণের মুখে। অন্যদিকে…

শুক্রবার সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি (ED Raid) শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছতেই পড়তে হয় আক্রমণের মুখে। অন্যদিকে হরিয়ানায় কুবেরের ধন পেলেন ইডি আধিকারিকরা। টাকা গুনতেই হিমশিম খাচ্ছেন তাঁরা।

হরিয়ানার আইএনএলডি নেতা এবং প্রাক্তন বিধায়ক দিলবাগ সিংয়ের আস্তানায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকরা এখনও পর্যন্ত ৫ কোটি টাকার নোট গণনা করেছেন। বর্তমানে নগদ টাকা গণনার কাজ চলছে। এ ছাড়া বিদেশি অস্ত্র ও ৩০০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অবৈধ খনির মামলায় তদন্তকারী সংস্থা এই অভিযান চালিয়েছে বলে খবর। ইডি অভিযানে খনি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

   

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই হরিয়ানার বেশ কয়েকটি জেলায় ইডির অভিযান চালাচ্ছে। আদালতের আদেশের পরে অবৈধ খনির মামলা দায়ের হওয়ার পরে এটি ইডির একটি বড় পদক্ষেপ। যমুনানগরের প্রাক্তন বিধায়ক তথা আইএনএলডি নেতা দিলবাগ সিংয়ের বাড়ি, অফিস এবং বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। দিলবাগ সিং এবং তাঁর ঘনিষ্ঠ খনি ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, খনি সংক্রান্ত নথিও খতিয়ে দেখা হচ্ছে।

অবৈধ খনন ও মানি লন্ডারিং সম্পর্কিত এই মামলায় ইডি আইএনএলডি নেতার আস্তানা থেকে অবৈধ অস্ত্রও বাজেয়াপ্ত করেছে। বলা হচ্ছে, এসব অস্ত্র বিদেশি। এ ছাড়া ৩০০ টি তাজা কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে। দেশে এবং বিদেশে বেশ কয়েকটি স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কিত নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

যমুনানগর ছাড়াও ফরিদাবাদ, সোনিপত, কার্নাল, মোহালি ও চণ্ডীগড়ে অভিযান চালাচ্ছে ইডি। সোনিপতের কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার এবং তাঁর সহযোগী সুরেশ ত্যাগীর বাড়িতেও পৌঁছেছে ইডির দল। কর্নালে বিজেপি নেতা মনোজ ওয়াধওয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। বিজেপি নেতা মনোজ ওয়াধওয়ার বাড়ি ১৩ নম্বর সেক্টরে, যেখানে ইডির দল নথিপত্র স্ক্যান করছে। মনোজ ওয়াধওয়া যমুনানগরের খনির ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি ২০১৪ সালে মনোহর লালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় তিনি আইএনএলডিতে ছিলেন।