ED: ব্যাঙ্ক টাকা জালিয়াতির তদন্তে ‘আম আদমি’ বিধায়ক ধৃত

দিল্লির পর পাঞ্জাব। বিপদ বাড়ল আম আদমি পার্টির আর এক বিধায়কের। এএপি বিধায়ক যশবন্ত সিং গাজ্জান মাজরাকে হেফাজতে নিয়েছে ইডি। কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন ইডির…

দিল্লির পর পাঞ্জাব। বিপদ বাড়ল আম আদমি পার্টির আর এক বিধায়কের। এএপি বিধায়ক যশবন্ত সিং গাজ্জান মাজরাকে হেফাজতে নিয়েছে ইডি। কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন ইডির হাতে গ্রেফতার হয় এই বিধায়ক। তাঁর বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে। যশবন্ত সিং গাজ্জান মাজরা পাঞ্জাবের অমরগড়ের বিধায়ক।

ইডি সূত্র জানিয়েছে যে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারটি সমন এড়িয়ে গিয়েছিলেন গাজ্জান মাজরা। সেই কারণেই তাঁকে গ্রেফতার।সোমবার সন্ধ্যায় তাকে মোহালির আদালতে হাজির করা হবে।

২০২২ সালের সেপ্টেম্বরে ইডি-র একটি দল গাজ্জান মাজরা বাড়ি ছাড়াও অমরগড়ে তাঁর পরিবারের পরিচালিত একটি স্কুল ও গবাদি পশুর খাদ্য কারখানায় অভিযান চালায়।প্রায় ১৪ ঘন্টা চলে সেই অভিযান।

গত বছর ৪০.৯২ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তাঁর সম্পত্তি তল্লাশি করার পরে ইডি তাঁর বিরুদ্ধে পিএমএলএ মামলা দায়ের করেছিল। তল্লাশির সময় ১৬.৫৭ লক্ষ টাকা, ৮৮টি বিদেশি মুদ্রার নোট এবং সন্দেহজনক নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিল সিবিআই।

ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত সাতজন ব্যক্তি ও সংস্থার মধ্যে গাজ্জান মাজরা রয়েছেন।বলবন্ত সিং, কুলবন্ত সিং, তেজিন্দর সিং, মেসার্স তারা হেলথ ফুডস লিমিটেড, মেসার্স তারা কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা অভিযুক্তদের মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, লুধিয়ানায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখা মালেরকোটলার গাউনসপুরায় গাজ্জান মাজরার সংস্থার বিরুদ্ধে অভিযোগ করার পরে সিবিআই তদন্ত শুরু হয়। খাদ্যশস্য কেনাবেচার সঙ্গে যুক্ত এই সংস্থাটিকে ২০১১-১৪ সাল থেকে চার দফায় ঋণ মঞ্জুর করেছে ব্যাঙ্ক। ব্যাঙ্কের অভিযোগে বলা হয়েছে, পরিচালকদের মাধ্যমে সংস্থাটি “হাইপোথেকেটেড স্টক গোপন করেছিল এবং ব্যাঙ্কের বইটি সরিয়ে নিয়েছিল যাতে ঋণ পুনরুদ্ধার করা না যায়। ”