ED-র র‍্যাডারে আরও এক হেভিওয়েট বিধায়ক, জায়গায় জায়গায় চলছে তল্লাশি

বুধবার সাতসকালে ফের একবার রাজ্যে হানা দিল ইডি (ED)। এবার ইডির র‍্যাডারে আরও এক বিধায়ক। বিহারের রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক শম্ভুনাথ সিং যাদব এবং বক্সার জেলার ব্রহ্মপুর বিধানসভা কেন্দ্রের লোকজনের বাড়িতে আজ অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বক্সার জেলার সদর, সিমরি, বেরহামপুর এবং চাক্কি ব্লক এলাকায় বিধায়কের সঙ্গে যুক্ত অন্তত সাতটি জায়গায় পৌঁছেছে ইডির দল। অভিযানের জন্য পাটনা থেকে ইডির ১৪টি দল রওনা দিয়েছিল। বিধায়কের পৈতৃক বাড়ি চক্কি ব্লকের সদর এলাকায় চলছে তল্লাশি। শম্ভুনাথ সিং যাদব এখানে একটি ময়দা কল এবং একটি বড় বেসরকারী স্কুলও চালান। এখানে একটি বড় হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। গ্রামবাসীরা জানান, ভোর চারটে নাগাদ ইডির দল মিলে পৌঁছয়।

   

ব্রহ্মপুরের বিধায়ক রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালুপ্রসাদ যাদবের খুব ঘনিষ্ঠ বলে মনে করা হয়। লালু প্রায়ই তাঁর ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে আসেন। কয়েক মাস আগে আরজেডি সভাপতিও বিধায়কের ছেলের বিয়ের জন্য চাক্কিতে পৌঁছেছিলেন এবং এখানে ভাল সময় কাটিয়েছিলেন। গত সপ্তাহে আরজেডি প্রধানের বড় ছেলে তথা বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদবও বিধায়কের সঙ্গে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন