দিল্লি পুলিশ শুক্রবার পাঞ্জাবের খালিস্তানি জঙ্গি (Khalistani terrorist) লান্দা হরিকে-র দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে। রাজন ভাট্টি এবং চিনা নামে দুই সহযোগীকে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেপ্তার করেছে। পুলিশ আরও বলেছে, ভাট্টি একজন পাঞ্জাব ভিত্তিক অস্ত্র ও মাদক চোরাচালানকারী ৷ সে লান্ডার নির্দেশে কাজ করে যেখানে চিনিও একজন মাদক সরবরাহকারী।
(বিস্তারিত আসছে)