Delhi Police: মোদী বিরোধী সাংবাদিকের পুলিশ হেফাজত, আপ সাংসদের ঘরে তল্লাশি

দিল্লিতে তুলকালাম। একাধিক সাংবাদিককে বিদেশি অর্থে সরকারের বিরোধী সংবাদ প্রচারের অভিযোগে জেরা ও পরে নিউজক্লিক সংবাদ প্রতিষ্ঠানের সম্পাদককে পুলিশি (Delhi Police) হেফাজত হয়েছে। ওই সংবাদ…

দিল্লিতে তুলকালাম। একাধিক সাংবাদিককে বিদেশি অর্থে সরকারের বিরোধী সংবাদ প্রচারের অভিযোগে জেরা ও পরে নিউজক্লিক সংবাদ প্রতিষ্ঠানের সম্পাদককে পুলিশি (Delhi Police) হেফাজত হয়েছে। ওই সংবাদ প্রতিষ্ঠানটি বাম ধারার সংবাদ দেয়। মোদী সরকারের বিরুদ্ধে সংবাদ লেখে। অভিযোগ তাদের অর্থ সাহায্য করেছে চিন। তবে অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন উঠছে। এর পাশাপাশি আম আদমি পার্টির সাংসদের বাড়িতে হলো ইডির হানা।

বুধবার সকালে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাংসদের বাড়িতে তল্লাশি অভিযান চলে। সূত্রের খবর, দিল্লি আবগারি দুর্নীতি মামলার তদন্ত সূত্রেই এই তল্লাশি চালানো হচ্ছে।

   

আবগারি দুর্নীতি নিয়ে বেজায় বিপাকে পড়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। ২০২১ সালের এই আবগারি নীতিতে বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। দিল্লির তৎকালীন লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই এই মামলায় তদন্ত করে ইডি ও সিবিআই। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। গত এপ্রিল মাসে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকেও।

ইডি সূত্রে খবর, আবগারি নীতি দুর্নীতি মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছিল, তাতে সঞ্জয় সিংয়ের নাম রয়েছে। ইডির চার্জশিট অনুযায়ী, আবগারি নীতি দুর্নীতি মামলা অভিযুক্ত দিল্লির ব্যবসায়ী দীনেশ অরোরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে তার বাসভবনে দেখা করেছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সঞ্জয় সিং-ও। সেখানেই দিল্লির তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গেও পরিচয় তার।

এদিকে, নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করল দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইন বা ইউপিএর আওতায় অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। মঙ্গলবার নিউজক্লিকের অফিস-সহ ৩০টি জায়গায় তল্লাশি চালানো হয়। তারপরেই গ্রেফতার করা হয় সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও নিউজক্লিকেরই এক সাংবাদিক অমিত চক্রবর্তীকে। দিল্লি পুলিশ জানিয়েছে, চিনের হয়ে প্রচার করে নিউজক্লিক প্রায় ৩৮ কোটি টাকা পেয়েছে। এই ওয়েবসাইটে নাকি চিনের খবর প্রচারের জন্যই ব্যবহার করা হচ্ছিল বলে খবর।