Delhi Fire: দিল্লির বহুতলে আগুন, দাউদাউ করে জ্বলছে তিনটি ফ্লোর

দিল্লির কনট প্লেস এলাকার কাছে গোপাল দাস বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড (Delhi Fire)। গলগল করে বার হচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থলে দমকলের একাধিক গাড়ি এসে পৌঁছেছে। এই…

Massive Fire Broke Out In Delhi Gopal Das Building Of Connaught Place

দিল্লির কনট প্লেস এলাকার কাছে গোপাল দাস বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড (Delhi Fire)। গলগল করে বার হচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থলে দমকলের একাধিক গাড়ি এসে পৌঁছেছে। এই বিল্ডিংয়ে অনেক অফিস আছে। সেখানে কর্মরত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে বিল্ডিংয়ে ১১ তলায় আগুন লাগে বলে খবর। কিন্তু সময় যত এগোচ্ছে বাড়ছে আগুনের দাপট। এখন দাউ দাউ করে জ্বলছে ৯, ১০ এবং ১১ তলা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়নি।

জানা গেছে, গোপাল দাস বিল্ডিংয়ের ১১ তলায় আগুন লেগেছে। দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে বিল্ডিংয়ে আটকা পড়া কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম বেজে যায়। এর পরেই সবাইকে সরিয়ে নেওয়া হয়।

এই বিল্ডিংটি দিল্লির কনাট প্লেসের কাছে বারাখাম্বা রোডে অবস্থিত। ফায়ার ডিরেক্টর অতুল গর্গ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুপুর ১২টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর আসে। দমকলের অন্তত ১৫টি গাড়ি আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বহুতলের আগুন নেভাতে ব্রন্টো স্কাই লিফট, স্ন্যাক ল্যাডারসহ অন্যান্য অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হচ্ছে ।চিফ ফায়ার অফিসার বীরেন্দ্র সিং জানিয়েছেন, ৭০ জনেরও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন।ক্রেনের সাহায্যে ওই বহুতলের কাঁচ ভেঙে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা।

দিল্লি পুলিশ ওই বহুতলের সামনে থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দিল্লি পুলিশ কর্মীরা আমজনতাকে ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরাও উপস্থিত রয়েছেন।