দিল্লি পুলিশের কান্ড দেখে সবাই স্তম্বিত!

দিল্লি পুলিশের কান্ড দেখে স্তম্বিত দেশবাসী। মানুষ যে এত নির্মম হতে পারে এই দৃশ্য না দেখলে হয়ত কেউ বিশ্বাস করতে পারত না। মুসলিম ধর্মের মানুষের…

Delhi Police

দিল্লি পুলিশের কান্ড দেখে স্তম্বিত দেশবাসী। মানুষ যে এত নির্মম হতে পারে এই দৃশ্য না দেখলে হয়ত কেউ বিশ্বাস করতে পারত না।

মুসলিম ধর্মের মানুষের কাছে ‘নামাজ’ পাঠ বিশেষ পালনীয় ধৰ্মীয় রীতি। কিন্তু অনেক সময় জায়গার অভাবে তাঁরা খোলা মাঠে নয়তোবা রাস্তাতেই নমাজ পড়তে বসে পড়েন। তেমনই একটি ঘটনা ঘটেছে দিল্লিতে। তারপর পুলিশের অভব্য আচরণ দেখে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে দিল্লির একটি মসজিদ চত্বরে। জায়গার অভাবে কয়েকজন মসজিদের বাইরে রাস্তার উপরে নমাজ পড়া শুরু করেন। ঘটনার জেরে রাস্তায় যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ আসে সেই এলাকায়। সেখানে প্রার্থনারত মুসলিমদের একাংশকে পর পর লাথি মারার অভিযোগ ওঠে পুলিশের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে।

Advertisements

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দ্রলোক এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যানজট মুক্ত করার নামে এলাকায় এসেই প্রার্থনারত মুসলিমদের লাথি মারতে শুরু করেন ওই পুলিশ অফিসার। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরে পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্ত অফিসারকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে। দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। এই ভয়ঙ্কর ঘটনায় শুধু ইসলাম ধর্মের মানুষেরা নয়, সমস্ত ধর্মের মানুষেরাই ক্ষুব্ধ।