দিল্লি সরগরম। কারণ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Kejriwal) একটি মন্তব্য। তিনি আশঙ্কা করেছেন, কেন্দ্র সরকার যে কোনও অছিলায় তাঁর সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে।
রবিবার কেজরিওয়াল বলেন, পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইতিমধ্যেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু কোনও কিছুই উদ্ধার করতে পারেনি এই কেন্দ্রীয় সংস্থা।
উল্লেখ্য, ২০১৭-১৮ সালে টাকা পাচারের মামলায় জড়িয়ে ছিল সত্যেন্দ্র জৈনের নাম। সেসময় সত্যেন্দ্রর বিরুদ্ধে একটি মামলা করেছিল সিবিআই।
পাঞ্জাবে আম আদমি পার্টি শক্তিশালী। তারা এই রাজ্যে বিরোধী আসনে। আবার কেন্দ্রশাসিত দিল্লিতে ক্ষমতাসীন।
বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিরোধীদের হেনস্থা করা নরেন্দ্র মোদী সরকারের দৈনন্দিন কাজগুলির অন্যতম। বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একাধিকবার এই অভিযোগ করেছে। এবার বিরোধীদের সেই পুরনো অভিযোগই শোনা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গলায়।
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ইডি যদি আবার তল্লাশি করতে চায় তাতেও আমাদের কোনও আপত্তি নেই। ইডি মনে করলে আমার বাড়িতেও তল্লাশি চালাতে পারে। আসলে বিজেপি এভাবেই বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিরোধীদের ভয় দেখাতে চায়। বিরোধীদের হেনস্থা করাই কেন্দ্রের মোদী সরকারের একমাত্র লক্ষ্য।
কেজরিওয়ালের দাবি, পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি আদৌ ভাল জায়গায় নেই। সে কারণেই তারা এভাবে সিবিআই, ইডির এর মতো বিভিন্ন সংস্থাকে দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ভয় দেখাতে চাইছে।
কেজরি এদিন আরও বলেন, আমরা সত্য ও ন্যায়ের পথে চলেছি। সত্যের পথে চললে স্বাভাবিকভাবেই এ ধরনের বাধা বিপত্তি আসবে। কিন্তু আমরা ভয় পাই না। মোদী-অমিত শাহ মনে করলে ইডি, সিবিআই বা দিল্লি পুলিশের মত সংস্থাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতেই পারেন। আগেও এমনটা করা হয়েছে। আমাদের দলের ২১ জন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে তবে ওই পর্যন্তই। সত্যেন্দ্রকে গ্রেফতার করা হলেও কয়েকদিনের মধ্যেই তিনি জামিন পেয়ে যাবেন। তার জন্য আমরা চিন্তিত নই।
ইডির তল্লাশি সম্পর্কে বলতে গিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকেও কটাক্ষ করেন কেজরিওয়াল। তিনি বলেন, ইডি আমাদের কোনও নেতার বাড়িতে তল্লাশি করলে আমরা চান্নির মত চিৎকার করব না। কারণ আমরা তো কোন ভুল বা অন্যায় করিনি। ইডির তল্লাশিতে চান্নি উদ্বিগ্ন কারণ তাঁর অনেক কিছুই লুকানোর রয়েছে।
কয়েকদিন আগে চান্নির ভাইপোর বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েক কোটি টাকা উদ্ধার করে ইডি। ওই ঘটনার পর এই অভিযানের কড়া নিন্দা করেছিলেন চান্নি।