চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।ভোট চুরির ক্ষেত্রে বিজেপিকে “বিশ্বের বৃহত্তম দল” অভিযুক্ত করেছেন তিনি।
চণ্ডীগড় মেয়র নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে দিল্লির রাস্তায় নেমেছেন আম আদমি পার্টির নেতা-কর্মীরা। AAP আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী অনিয়মের জন্য বিজেপিকে অভিযুক্ত করেছেন এবং গণতন্ত্রকে বাঁচাতে এগিয়ে আসার জন্য জনগণের কাছে আবেদন করেছেন। এদিন কেজরিওয়াল বলেন, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ভোট চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বিশ্বের বৃহত্তম দল। ভিডিওতে হাতেনাতে ধরা পড়েছে বিজেপির লোকজন।
আপ সুপ্রিমো বলেন, বিজেপি যদি চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে কারচুপি করতে পারে, তাহলে বিধানসভা ও লোকসভা নির্বাচনে তারা কী করতে পারে, তা ভাবুন। শুক্রবারের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল বলেন, বিজেপি দেশের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হওয়ার কয়েকদিন পরেই কেজরিওয়ালের এই আক্রমণ।
এদিকে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভের জেরে আম আদমি পার্টির (আপের) বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে দিল্লি পুলিশ। একই সঙ্গে দলের বেশ কয়েকজন বিধায়ক এবং কাউন্সিলর সহ আরও অনেককে শুক্রবার গৃহবন্দী করা হয়।বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন।
প্রসঙ্গত, বিজেপি প্রার্থী মনোজ সোনকার মেয়র পদে আপের কুলদীপ কুমারকে পরাজিত করে ১২ ভোটের বিপরীতে ১৬ ভোট পেয়েছিলেন। আটটি ভোট অবৈধ ঘোষণা করা হয়। সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদেও জয়ী হয়েছে বিজেপি।