Delhi: কেজরিওয়ালের স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করল ইডি

কলকাতার একটি সংস্থার সঙ্গে বে়আইনি আর্থিক লেনদেনের প্রমাণ

আর্থিক তছরুপ মামলায় স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করল ইডি। এর জেরে রাজনৈতিক মহল সরগরম। ধৃত দিল্লির (Delhi) স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ঘনিষ্ঠ। 

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে কলকাতার একটি সংস্থার মাধ্যমে বেআইনি আর্থিক লেনদেনের জড়িত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র যাদব। এই বিষয়ে যথেষ্ট প্রমনা মিলেছে। তার পরেই মন্ত্রীকে গ্রেফতার করা হয়।

   

এর আগে আম আদমি পার্টির এই গুরুত্বপূর্ণ সদস্যের বাড়িতে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তাঁর বাড়ি থেকে চার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার কলকাতার একটি কোম্পানির মাধ্যমে বেআইনি টাকা লেনদেনের প্রমাণ আছে এমন দাবি করে ইডি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সত্যেন্দ্র যাদবের গ্রেফতারির পর রাজধানী সরগরম। বিজেপির তরফে কটাক্ষ করা হয়েছে। তেমনই কলকাতা সরগরম। কোন সংস্থার সঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বেআইনি আর্থিক লেনদেন তা নিয়ে চলছে আলোচনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন