ভিন ধর্মে বিয়ের ‘অপরাধে’ উত্তরপ্রদেশে খুন দলিত যুবক!

প্রেম করে বিয়ে। আর বিয়ের দিন ছয়েক পরেই যুবকের ঝুলন্ত দেহ। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের (Honor killing) অভিযোগ তুলেছে দলিত যুবকের পরিবার। এ নিয়ে জোর…

Muslim girl in Bareilly

প্রেম করে বিয়ে। আর বিয়ের দিন ছয়েক পরেই যুবকের ঝুলন্ত দেহ। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের (Honor killing) অভিযোগ তুলেছে দলিত যুবকের পরিবার। এ নিয়ে জোর শোরগোল উত্তরপ্রদেশের (Uttar pradesh) বরেলিতে।মৃত যুবকের নাম সুরজ। ২৫ বছরের এই যুবক ছিলেন বরেলির রুদ্রপুরের বাসিন্দা।

আরজি করের ছায়া মুম্বাইতে, ফের নির্যাতনের শিকার মহিলা চিকিৎসক

   

স্থানীয় সূত্রে দাবি, বেসরকারি সংস্থায় কাজ করতেন সুরজ। তাঁর প্রেম হয় বরেলির এক মুসলিম মেয়ের সঙ্গে। সে এখনও নাবালক। সম্প্রতি ১৬ বছরের প্রেমিকাকে বিয়ে করে গা ঢাকা দেয় সুরজ। শুক্রবার বরেলির পতেপুরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

সুরজের পরিবারের অভিযোগ, সুরজকে খুন করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজ। রুদ্রপুর থানায় দায়ের হয়েছে এই আই আর। ছুত্তাম, তাসলিম, এরশাদ হোসেন, আশফাক, রহমান এবং আরও কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

 

আরজি কর কাণ্ডে সরব হরভজন, মমতা-সিবিআইকে চিঠি প্রাক্তন ক্রিকেটারের

বিয়ের ছয় দিনের মধ্যেই দলিত যুবকের দেহ উদ্ধার। এ নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

প্রতিবাদের ‘আগুন’ এবার ময়দানেও, পুলিশি ব্যারিকেডে ‘জয় হে’ মেলাল ‘হলুদ-মেরুণ’কে

দলিত যুবকের খুনের অভিযোগ তুলে আসরে নেমেছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। সুরজের দেহ নিয়ে চলে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেচেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় টহল দেয় পুলিশ।