আরজি করের (RG.Kar) কাণ্ডের রেশ এবার গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। যা নিয়ে এবার সরব হলেন আম আদমি পার্টির সাংসদ হরভজন সিং। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে একটি ‘জঘন্য অপরাধ’ই নয়, এটি সমাজের প্রত্যেক মহিলার সম্মান ও নিরাপত্তার উপর আঘাত। পশ্চিমবঙ্গ সরকার ও সিবিআইকে লেখা একটি চিঠিতে তিনি অত্যন্ত ব্যাথিত বলে জানিয়েছেন। যত দ্রুত সম্ভব প্রশাসনিক পদক্ষেপ এবং একটি পদ্ধতিগত পরিবর্তনের প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
আরজি কর কাণ্ডে প্রতিবাদের জের, প্রতি ২ ঘন্টায় রাজ্যগুলির রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
চিঠিতে আরও লিখেছেন, “এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ দেখা যায়নি। তাই চিকিৎসকেরা রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন।”
আরজি করের ছায়া মুম্বাইতে, ফের নির্যাতনের শিকার মহিলা চিকিৎসক
পশ্চিমবঙ্গ সরকার ও সিবিআইয়ের কাছে দ্রুত তদন্ত শেষ করার আর্জি জানিয়েছেন আপ সাংসদ। নিজের এক্স হ্যান্ডেলে দু-পাতার খোলা চিঠিটি পোষ্ট করেন তিনি।
প্রতিবাদের বিকেলে লাঠিচার্জ, পুলিশি আক্রমণে ‘ডিফেন্স’ শক্ত করল মোহন-ইস্ট
প্রশ্ন তোলেন তদন্ত প্রক্রিয়া শ্লথগতি নিয়েও। এই প্রথম নয়, আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকেরাও। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও গোটা ঘটনার তীব্র নিন্দা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। অখিলেশ যাদবও পাশে থাকার ইঙ্গিত দিয়েও এই ঘটনার প্রতিবাদ করেন। তারপর আপ সাংসদের এই ‘দুসরা’ মমতার অস্বস্তি বাড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।