সুস্থ হচ্ছে দেশ, ৩ লক্ষের নিচেই দৈনিক সংক্রমণ

ক্রমশ সুস্থ হচ্ছে দেশ, বুধবারও ৩ লক্ষের নীচেই থাকল দৈনিক করোনার (Coronavirus) সংক্রমণ। তবে গতকালের তুলনায় কিছুটা বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য…

সুস্থ হচ্ছে দেশ, ৩ লক্ষের নিচেই দৈনিক সংক্রমণ

ক্রমশ সুস্থ হচ্ছে দেশ, বুধবারও ৩ লক্ষের নীচেই থাকল দৈনিক করোনার (Coronavirus) সংক্রমণ। তবে গতকালের তুলনায় কিছুটা বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন।

বুধবারও বেড়েছে দৈনিক মৃত্যু সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২২। ২৩ লক্ষ। দৈনিক সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ১৬.১৬ শতাংশে। এখনও অবধি করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৬৩.৫৮ কোটি মানুষ।

মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, জাতীয় রাজধানী জুড়ে কোভিড বিধিনিষেধগুলি শীঘ্রই শিথিল করা হবে যাতে মানুষের জীবিকা এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।

Advertisements

 

অন্যদিকে মঙ্গলবার রাজ্যে ৪,৪৯৪ জনের কোভিড-১৯-এর পরীক্ষা পজিটিভ এসেছে। এছাড়া রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। যার ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,৪১১ জন। এদিকে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, রাজ্য সরকার পর্যায়ক্রমে স্কুলগুলি পুনরায় খোলার পক্ষে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “সঠিক সময়ে” নেবেন।