DA: ডবল বোনাস পেতে পারেন সরকারি কর্মীরা

সাম্প্রতিক সময়ে ডিএ নিয়ে সরকারি কর্মীদের একের পর এক সুখবর দিয়েই চলেছে কেন্দ্রের মোদী সরকার। আগামী মাসেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। একই সঙ্গে কর্মীদের…

DA: ডবল বোনাস পেতে পারেন সরকারি কর্মীরা

সাম্প্রতিক সময়ে ডিএ নিয়ে সরকারি কর্মীদের একের পর এক সুখবর দিয়েই চলেছে কেন্দ্রের মোদী সরকার। আগামী মাসেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। একই সঙ্গে কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়তে পারে বলে খবর। দীর্ঘদিন ধরেই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি জানিয়ে আসছে কর্মচারী ইউনিয়ন।

বর্তমানে সরকারি কর্মচারীরা ২.৫৭ এর একটি ফিটমেন্ট ফ্যাক্টর পাচ্ছেন, যা বাড়িয়ে ৩.৬৮ গুণ করা হচ্ছে। সরকার এটা করলে কর্মীদের মূল বেতন বাড়বে। কেন্দ্রীয় কর্মচারীদের বেতন নির্ধারণ করার সময়, ডিএ, টিএ এবং হাউস রেন্ট অ্যালাওয়েন্স (এইচআরএ) এর মতো সমস্ত ভাতা ফিটমেন্ট ফ্যাক্টর দ্বারা কর্মচারীর মূল বেতনকে গুণ করে বের করা হয়। ফিটমেন্ট ফ্যাক্টরটি কেবল কর্মীদের মূল বেতন বৃদ্ধি করে।

সরকার যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ করে দেয়, তাহলে ন্যূনতম বেসিক বেতন ১৮,০ টাকা থেকে বেড়ে হবে ২৬,০০০ টাকা। অর্থাৎ সরকারি কর্মচারীদের মূল বেতন আট হাজার টাকা বাড়ানো হতে পারে।

Advertisements

উল্লেখ্য, সরকার এর আগে ২০১৭ সালে এন্ট্রি লেভেলে বেসিক পে প্রতি মাসে ৭ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করেছিল। বর্তমানে ন্যূনতম বেসিক বেতন ১৮০ টাকা এবং সর্বোচ্চ বেসিক বেতন ৫৬৯০০ টাকা।