জন্ম নিল দানবীয় শক্তির ঘূর্ণি ‘Mocha’, কক্সবাজার-আন্দামানে বিশেষ সতর্কতা

পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বেশিরভাগ এলাকায় দাবদাহ খাকবে।

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে (Mocha) পরিণত হয়েছে। এর অভিমুখ ভারতীয় উপকূলবর্তী রাজ্যগুলির দিকে হবে না তবে (Andaman) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিশেষ সতর্কতা জারি হয়েছে। দ্বীপগুলির মধ্যে ফেরি চলাচলে জারি হয়েছে সাময়িক নিষেধাজ্ঞা।

সামুদ্রিক ঘূর্ণি Mocha ছুটছে বাংলাদেশের চট্টগ্রাম ও মায়ানমারের রাখাইন প্রদেশের উপকূল অভিমুখে। ঘূর্ণি মোকাবিলায় বাংলাদেশ সরকার তৈরি বলে জানিয়েছে শেখ হাসিনার সরকার।

   

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি সঞ্চয় করে পেছনে বাঁক নিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে সরে যেতে পারে। আশঙ্কা করা হচ্ছে, এটি দানবীয় শক্তি নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে।

এটি আরও ঘণীভূত হয়ে আছড়ে পড়বে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরর উপর। প্রতিটি বন্দরে সতর্ক সংকেত দেখানো শুরু হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন