Cyclone Asani: অশনি আছড়ে পড়বে কোথায়? জানালেন আবহবিদরা

গঙীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। এর প্রভাব পড়তে শুরু করেছে ভারতে। গত ২৪ ঘণ্টা অতি ভারী বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। উত্তর…

গঙীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। এর প্রভাব পড়তে শুরু করেছে ভারতে। গত ২৪ ঘণ্টা অতি ভারী বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। উত্তর আন্দামান সাগরের উপর অবস্থান করায় আন্দামান ভারী বর্ষণের সাক্ষী থেকেছে।

অশনির অভিমুখ এখন মায়ানমারের দিকে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে মায়ানমারের থান্ডওয়ে বন্দরে। সোমবার রাতে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল, গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হতে তৈরি অশনি। আন্দামান পেরিয়ে এটি মায়ানমারে যাবে। ১৮ ডিগ্রি উত্তর ও ১৯ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে থান্ডওয়ে বন্দরে এটি আছড়ে পড়বে ২৩ মার্চ ভোরে।

   

অশনির কারণে আন্দামান থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চেন্নাই ও বিশাখাপত্তনম বন্দরে জাহাজ পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। আন্দামানে প্রায় ১৫০ জন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী কাজ শুরু করেছেন। বিভিন্ন জায়গায় ৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। চালু রয়েছে কন্ট্রোল রুম। মতস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অশনির প্রভাবে শনিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে আন্দামানে। গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হয়েছে আন্দামানে। বৃষ্টি এখনও চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।