২৩ জওয়ানকে নিয়ে খাদে পড়ল সিআরপিএফ-এর বাস, মৃত ২

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বাসন্তগড় এলাকার কাণ্ডভা সংলগ্ন পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সিআরপিএফ-এর একটি বাস (CRPF vehicle accident)। প্রাথমিক তথ্য অনুযায়ী,…

CRPF vehicle accident

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বাসন্তগড় এলাকার কাণ্ডভা সংলগ্ন পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সিআরপিএফ-এর একটি বাস (CRPF vehicle accident)। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৮৭ ব্যাটালিয়নের একটি ‘বাঙ্কার ভ্যান’ উল্টে যাওয়ার ঘটনায় দুই সিআরপিএফ জওয়ান শহিদ হন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাসন্তগড় থেকে অভিযানে অংশগ্রহণ শেষে ফেরার পথে কাণ্ডভা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে মোট ২৩ জন সিআরপিএফ জওয়ান ছিলেন। রাস্তার কঠিন ঢালু মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাহনটি।

   

উধমপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট জানিয়েছেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সাহায্যের জন্য এগিয়ে আসেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী তথা উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আমি জেলা শাসক সলোনি রাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতির উপর নজর রাখছেন। দ্রুত উদ্ধারপ্রক্রিয়া শুরু হয়েছে এবং স্থানীয়রাও স্বেচ্ছায় সাহায্যে এগিয়ে এসেছেন। সমস্ত রকম সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।”

Advertisements

সিআরপিএফ সূত্রে খবর, দুর্ঘটনার যথাযথ কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাহাড়ি রাস্তায় অতিরিক্ত গতি, রাস্তার অবস্থা বা আবহাওয়াজনিত কোনও কারণ দুর্ঘটনার জন্য দায়ী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনা আরও একবার স্মরণ করিয়ে দিল, জঙ্গি দমন ছাড়াও কতটা ঝুঁকি ও প্রতিকূলতার মুখে পড়তে হয় দেশের নিরাপত্তা বাহিনীর জওয়ানদের।