CPIM: সীতারামের ভোট পেল না সিপিআইএম! জোটের আশা চমক ফল হবে

prakash karat in voting

ইন্ডিয়া ব্লকের অন্যতম বড় শরিক সিপিআইএমের (CPIM)। দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন জাতীয় সম্পাদক প্রকাশ কারাত ও তাঁর স্ত্রী বাম শীর্ষ নেত্রী বৃন্দা কারাতের ভোটদানের হাসি হাসি ছবি প্রকাশ করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম। তবে রাজনৈতিক বিশ্লেষকরা নিশ্চিত তিন বাম শীর্ষ নেতৃত্বের ভোট পায়নি সিপিআইএম! দিল্লিতে ভোট দিয়েছেন তাঁরা।

ইয়েচুরি, কারাত দম্পতি কাকে ভোট দিলেন? বিশ্লেষকরা বলছেন, শীর্ষ এই তিন বাম নেতৃত্বের ভোট পড়েছে আম আদমি পার্টি ও কংগ্রেস জোটে। কারণ, দিল্লিতে এই আপ-কংগ্রেস জোট ইন্ডিয়া ব্লক। জোট শরিক সিপিআইএমের কোনও প্রার্থী নেই দিল্লিতে। জোটের খাতিরে ইন্ডিয়া প্রার্থীদের অনুকুলেই ভোট পড়ল ইয়েচুরি ও কারাত দম্পতির।

   

দলীয় শীর্ষ নেতৃত্বের ভোট দানের পর ছবি দিয়ে সিপিআইএমের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং পলিটব্যুরো সদস্য বৃন্দা এবং প্রকাশ কারাত ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এবং গত দশ বছরে বুলডোজ করা শ্রমিক ও কিষাণদের অধিকার রক্ষার জন্য তাদের ভোট দিয়েছেন।”

ইন্ডিয়া জোটের শরিক সিপিআইএম এবার ভালো ফল করতে চলেছে বলে দলীয় অভ্যন্তরীন সমীক্ষায় উঠে এসেছে। কেরল, তামিলনাড়ু থেকে সিংহভাগ আসন মিলবে বলেই মনে করছে টিম ইয়েচুরি। আর সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবি, বাংলায় বাম-কংগ্রেস জোট চমকে দেওয়া ফল করবে।

ইন্ডিয়া শরিক হলেও বাম শাসিত রাজ্য কেরলে সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের ভোট লড়াই। খোদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কেরলের ওয়েনাড থেকে প্রার্থী হয়েছেন সিপিআই (CPI) এর অ্যানি রাজা। তিনি সিপিআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী। তাঁর হয়ে ভোট প্রচারে কেরলের মুখ্যমন্ত্রী তথা CPIM পলিটব্যুরো নেতা পিনরাই বিজয়ন বারবার রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হন। ওয়েনাড থেকেই গতবার বাম প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী।

কেরলের মোট ২০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনে জয় আসবে বলে মনে করছে সিপিআইএম। এ রাজ্যে দুই ইন্ডিয়া শরিকের লডাই হলে ও বিজেপির অবস্থা করুণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেরল থেকে বিজেপি শূন্য হাতেই ফিরবে বলেই সর্বভারতীয় সংবাদমাধ্যগুলির ইঙ্গিত। তামিলনাড়ুতে ডিএনএ জোট সরকারের শরিক সিপিআইএম। এ রাজ্যেও বাম শক্তি বেশ উল্লেখযোগ্য। তামিলনাড়ু থেকে একাধিক বাম সাংসদ জিতবেন বলে মনে করা হচ্ছে।

বাম শক্তি বিহার থেকে ইন্ডিয়া জোটের হয়ে কড়া প্রতিদ্বন্দ্বিতা করছে। আর ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়ে বিজেপির প্রতিদ্বন্দ্বী বাম শিবির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন