Covid : হাসপাতাল, ক্লিনিকেও এবার পাওয়া যাবে করোনা ভ্যাকসিন

করোনা (Covid) প্রতিরোধে বড় পদক্ষেপ নেওয়া হল। হাসপাতাল, ক্লিনিকেও পাওয়া যাবে করোনার প্রতিষেধক। ডিজিসিআই- এর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ অনুমতি। সংবাদ সংস্থা সূত্রে খবর,…

Covaxin Gets WHO Approval

করোনা (Covid) প্রতিরোধে বড় পদক্ষেপ নেওয়া হল। হাসপাতাল, ক্লিনিকেও পাওয়া যাবে করোনার প্রতিষেধক। ডিজিসিআই- এর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ অনুমতি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, করোনা ভ্যাকসিন বাজার থেকে কেনার অনুমতি দেওয়া হয়েছে। যদিও এখনই খোলা বাজার কিংবা দোকানে কোভিশল্ড কিংবা কোভ্যাক্সিনের মতো কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে না। হাসপাতাল কিংবা ক্লিনিক থেকে অনুমতি সাপেক্ষে নেওয়া যেতে পারে।

ড্রাগস এন্ড ক্লিনিকাল ট্রায়াল, ২০১৯ -এর নিয়মের আওতায় এই বিশেষ অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। কেবলমাত্র জরুরি অবস্থাতেই বাজার থেকে নেওয়া যাবে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪ জন। যা আগের দিনের থেকে কিছুটা হলেক বেশি। দেশের পটিজিভিটি রেট অবশ্য বেড়ে হয়েছে ১৯.৫৯ শতাংশ। যা সব বেশি চিন্তায় রেখেছে চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ জন।