RRB: রেল নিয়োগে দুর্নীতি, পুলিশকর্মীদের সাসপেন্ড করে ড্যামেজ কন্ট্রোল বিজেপি সরকারের

বিহারে (Bihar) ক্রমশ চড়ছে চাকরি প্রার্থীদের গলার আওয়াজ। আগামী ২৪ ঘণ্টায় বিহার বনধের দাবিও তোলা হয়েছে বিক্ষোভকারীদের তরফ থেকে। এদিকে এই উত্তেজনা ছড়িয়েছে ভোটমুখী রাজ্য…

বিহারে (Bihar) ক্রমশ চড়ছে চাকরি প্রার্থীদের গলার আওয়াজ। আগামী ২৪ ঘণ্টায় বিহার বনধের দাবিও তোলা হয়েছে বিক্ষোভকারীদের তরফ থেকে। এদিকে এই উত্তেজনা ছড়িয়েছে ভোটমুখী রাজ্য উত্তরপ্রদেশেও (Uttar Pradesh)। বিধানসভা ভোটের আগে এহেন ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজনৈতিক মহল।

জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। প্রয়াগরাজে বিক্ষোভের পর, পুলিশ সদস্যদের দরজা ভেঙে বিক্ষোভকারীদের ঘরে প্রবেশ করে এবং তাদের মারধরের ভিডিও ক্লিপগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিজেপি সরকারকে নিশানা করে কংগ্রেস ও সপা উভয়ই পুলিশের এই পদক্ষেপের কথা টুইট করেছে।

অন্যদিকে হিংসা ও পাথর নিক্ষেপের অভিযোগে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের এক হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রেলের চাকরির পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলে দফায় দফায় সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। তাঁদের এই বিক্ষোভের অশান্ত হয়ে উঠেছে বিহার ও উত্তরপ্রদেশ। এহেন ঘটনাকে ঘিরে উদ্বিগ্ন কেন্দ্র। বিগত কয়েক দিন ধরে আরআরবি-এনটিপিসি-র ফলাফলে কারচুপির বিরুদ্ধে উত্তরপ্রদেশ-বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।

বুধবার গয়া জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়ে পুলিশ বলে খবর।