দেশে ফের একবার নতুন করে বাড়ছে কোভিডের (Covid 19) সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে প্রায় ২৩.৭ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। একই সময়ে এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৫২৫।
এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ৬ হাজার ৪ হাজার ৮৮১ জনের। এছাড়া বিগত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এই মুহূর্তে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫,৪১৪-এ পৌঁছেছে। সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৩ লাখ ১৩ হাজার ৬৮৭টি কোভিডের টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ১ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৩ হাজার ৫৫৫টি টিকা দেওয়া হয়েছে। দেশে করোনার ভ্যাকসিন পাওয়ার জন্য প্রচার চলছে দ্রুতগতিতে।
<
p style=”text-align: justify;”>দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০২০ সালের ৭ আগস্ট ২০ লাখ, ২০২০ সালের ২৩ আগস্ট ৩০ লাখ এবং ২০২০ সালের ৫ সেপ্টেম্বর ৪০ লাখের বেশি ছিল। ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর সংক্রমণের মোট কেস ৫০ লাখ, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ২০২০ সালের ১১ অক্টোবর ৭০ লাখ, ২০২০ সালের ২৯ অক্টোবর ৮০ লাখ এবং ২০ নভেম্বর ২০২০ সালে ৯০ লাখ ছাড়িয়ে যায়।