Covid 19: সুস্থতার পথে দেশ, কমল মৃত্যু-সংক্রমণের সংখ্যা

হু হু করে কমছে দেশের দৈনিক করোনার সংক্রমণ। সেইসঙ্গে নিম্নমুখী মৃত্যু সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত…

Covid 19: সুস্থতার পথে দেশ, কমল মৃত্যু-সংক্রমণের সংখ্যা

হু হু করে কমছে দেশের দৈনিক করোনার সংক্রমণ। সেইসঙ্গে নিম্নমুখী মৃত্যু সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪০৭ জন। মৃত্যু হয়েছে ৯৫৭ জনের।

অন্যদিকে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ জন। এখনও অবধি দেশে করোনার বলি হয়েছেন ৫ লক্ষ ৭ হাজার ১৭৭ জন। দৈনিক সুস্থতার হার ৩.৮৯ শতাংশ। এখনও অবধি করোনার টিকা পেয়েছেন ১, ৭১, ৭৯, ৫১, ৪৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৯১ হাজার ৬৭৮ জনের।

Advertisements

অন্যদিকে বাংলাতে কিছুটা ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণের গ্রাফ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১৭জন। পজিটিভিটির হার ১.৮০ শতাংশ। রাজ্যের মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। এরপরই উত্তর ২৪ পরগনার স্থান। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৩জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩০জন, হুগলিতে ৩৯জন। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে জলপাইগুড়ি জেলা।