Covid 19: রোজই নতুন সংক্রমণ নজির, একদিনে সাড়ে তিন লাখ

একেবারে বিদ্যুৎ গতিতে বাড়ছে ভারতের দৈনিক (Covid 19) সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ এক ধাক্কায় সাড়ে ৩ লক্ষ ছুঁইছুঁই হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য…

একেবারে বিদ্যুৎ গতিতে বাড়ছে ভারতের দৈনিক (Covid 19) সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ এক ধাক্কায় সাড়ে ৩ লক্ষ ছুঁইছুঁই হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন।

Advertisements

এছাড়া সকলের চিন্তা বাড়িয়ে ফের বাড়ল দৈনিক মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭০৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯, ৬৯২ জন। অন্যদিকে বর্তমানে দেশে কোভিড-১৯ এর সক্রিয় ঘটনা ২০ লক্ষ ছাড়িয়েছে, যা কিনা গত বছরের ৩০ মে-র পর সর্বোচ্চ। এদিকে দৈনিক সংক্রমণের নিরিখে চিন্তা ধরাচ্ছে কেরালা, কর্ণাটক এবং গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্য।

   

এদিকে সুপ্রিম কোর্টেও (Supreme court) হানা দিয়েছে করোনা। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের ১৪ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বিচারপতিদের পূর্ব-নির্দিষ্ট গঠনসহ বেঞ্চের সামনে মামলার নির্ধারিত শুনানি কে বিপর্যস্ত করে তুলেছে। দুই জন বিচারপতি সুস্থ হয়ে কাজ শুরু করেছেন, কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩২ জনের মধ্যে ১২ জন কোয়ারেন্টাইনে রয়েছে। সকলেরই মৃদু উপসর্গ রয়েছে।