Covid 19: করোনার ভয় ধরাচ্ছে বুদ্ধগয়া

ভয় ধরাচ্ছে বুদ্ধগয়া। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই তীর্থকেন্দ্র ও ঐতিহাসিক পর্যটনস্থলের সর্বত্র করোনা সংক্রমণের ভীতি। প্রাচ্যের বিভিন্ন সংখ্যাগুরু বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ থেকে আসা তীর্থযাত্রীদের দেহে মিলছে…

covid 19 spreading rapidly in bodh gaya

ভয় ধরাচ্ছে বুদ্ধগয়া। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই তীর্থকেন্দ্র ও ঐতিহাসিক পর্যটনস্থলের সর্বত্র করোনা সংক্রমণের ভীতি। প্রাচ্যের বিভিন্ন সংখ্যাগুরু বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ থেকে আসা তীর্থযাত্রীদের দেহে মিলছে করোনাভাইরাসের (Covid 19) নমুনা। সংক্রমণে আক্রান্তদের দেহে BF.7 ভ্যারিয়েন্ট আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে।

মায়ানমার, জাপান, চিন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে বিহারের বুদ্ধগয়া দর্শনে আসেন বৌদ্ধ তীর্থযাত্রীরা। এছাড়াও বিপুল সংখ্যায় ভারতীয় বৌদ্ধ ও সাধারণ পর্যটকরা শীতের সময় বুুদ্ধগয়া দেখতে আসেন।

বিহার সরকার জানিয়েছে, গত কয়েকদিনের বুদ্ধগয়ায় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে। পাটনার বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট, দুই অংক পার করে আরও করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকরা।

দলাই লামার দর্শন নিয়ে বিপদের আশঙ্কা
ভারতে নির্বাসিত তিব্বতি ধর্মগুরু চতুর্দশ দলাই লামার দর্শন পেতে উন্মুখ হয়ে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।বুদ্ধগয়ায় যে বোধিবৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভ করেছিলেন সেখানেই আসবেন দলাই লামা ৷ বুদ্ধের অবতার বলে তাঁকে মান্য করা হয়।

বিহার সরকারের ধারণা, দলাই লামার দর্শন বাতিল হবে কিনা তা এখনও স্পষ্টা নয়। তাঁর দর্শন পেতে বুদ্ধগয়ায় কমপক্ষে ৫০ হাজারের জমায়েত হতে পারে। যেভাবে চিন ও জাপানে করোনা সংক্রমণ ছড়িয়েছে তাতে এই দুই দেশের নাগরিকদের ভারতে ঢোকা ও বুদ্ধগয়া দর্শন নিয়ে সংক্রমণ ছড়ানোর প্রবল সম্ভাবনা। গয়া বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি হয়েছে৷