ছাড়পত্র পেলে শীঘ্রই বাজারেই মিলবে Covaxin, Covishield

News of relief amid the Omicron panic, two vaccines approved simultaneously
News of relief amid the Omicron panic, two vaccines approved simultaneously

এবার করোনার প্রতিষেধক বা ভ্যাকসিন পাওয়া যেতে পারে ওষুধের দোকানেও। বুধবার সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞরা কোভ্যাক্সিন ও কোভিশিল্ড এই দুই টিকাকেই বাজারে ছাড়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে।

এতদিন করোনার টিকা খোলাবাজারে মিলছিল না। করোনার টিকা খোলা বাজারে পাওয়া যাবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সম্প্রতি করোনার সংক্রমণ দেশে ঝড়ের গতিতে বেড়েছে। ফলে ভ্যাকসিনের চাহিদাও বেড়েছে। এই চাহিদা সামাল দিতে অন্য ওষুধের মতো করোনার প্রতিষেধকও ওষুধের দোকানে বিক্রি করার প্রস্তাব আনা হয়েছিল। শেষ পর্যন্ত কেন্দ্রের ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটি সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

   

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, এতদিন কোভ্যাক্সিন ও কোভিশিল্ড দেশজুড়ে জরুরি ভিত্তিতে ব্যবহার করা হত। এবার এই দুই ভ্যাকসিন বাজারে বিক্রি হবে। ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই এব্যাপারে অনুমোদন দিয়েছে। ভ্যাকসিন সংক্রান্ত কমিটি তাদের অনুমোদনের বিষয়টি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ডিসিজিআই যদি এই সিদ্ধান্ত মেনে নেয় তাহলে করোনার দুই ভ্যাকসিন আর পাঁচটা ওষুধের মতোই ওষুধের দোকানে পাওয়া যাবে। চলতি পরিস্থিতিতে যা খুবই ইতিবাচক ব্যাপার হতে পারে।

উল্লেখ্য, দেশের প্রথম টিকা হিসেবে ছাড়পত্র পেয়েছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। তারপরেই সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডকেও অনুমোদন দিয়েছিল কেন্দ্র। কোভ্যাক্সিন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা।

অন্যদিকে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনেকার সূত্র মেনে তৈরি হয়েছে কোভিশিল্ড। বিশেষজ্ঞরা জানিয়েছেন কোভ্যাক্সিন ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল স্ট্রেন থেকেও মানুষকে সুরক্ষা দিতে পারে। পাশাপাশি এই দুই টিকাই ওমিক্রন রুখতে সমান রকম কার্যকরী বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন