টানা পাঁচদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি, উদ্বেগে রেখেছে দিল্লি

 দেশে নতুন করে ফের করোনার (Covid 19) সংক্রমণ ছড়াচ্ছে। অন্যান্য রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজধানী দিল্লিতে সংক্রমণ ক্রমশই বাড়ছে। বিশেষজ্ঞরা অনেকেই করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন। দেশে টানা পাঁচদিন দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজারের গণ্ডি ছিড়িয়ে গেল। বাড়ল করোনা অ্যাকটিভ কেস। তাই বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া বুলেটিন থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৯৩ জন। শনিবারের তুলনায় যা খানিকটা বেশি। যার মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ৯৪ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও লাফিয়ে বেড়েছে সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। যা গত একমাসের মধ্যে সর্বোচ্চ। দিল্লিতে করোনার সংক্রমণ বাড়ায় দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও বেড়েছে। বর্তমানে অ্যাকটিভ কেস ১৫ হাজার ৮৭৩। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন।

   

দিল্লির সংক্রমণ সরকারকে উদ্বেগে রাখলেও দেশে সুস্থতার হার ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দেশে ১৮৭ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। শনিবার ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৯ লক্ষের বেশি। কোনওভাবেই যাতে সংক্রমণ ফের বড় আকারে ছড়িয়ে না পড়ে তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে পরীক্ষায়। গতকাল দেশে ৪ লক্ষ ৩৬ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

দেশে সার্বিকভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ইউরোপে ফের করোনা উদ্বেগজনকভাবে ইতালিতেই একদিনে আক্রান্ত ৭০ হাজারেরও বেশি। প্রায় হারিয়েছেন ১৪৩ জন। সংক্রমণ বাড়ছে ব্রিটেন ও জার্মানিতেও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন