জার্মান প্রযুক্তির হেডফোন, গমগম করে বাজবে গান

ভারতের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে Sennheiser Sport True Wireless earbuds। যথারীতি এই ইয়ারবাডটি ইউরোপ এবং আমেরিকায় প্রকাশিত হওয়ার তারিখ ঘোষণা করেছে। তবে ভারতে কবে…

Sennheiser Sport True Wireless earbuds

ভারতের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে Sennheiser Sport True Wireless earbuds। যথারীতি এই ইয়ারবাডটি ইউরোপ এবং আমেরিকায় প্রকাশিত হওয়ার তারিখ ঘোষণা করেছে। তবে ভারতে কবে প্রকাশিত হবে তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন খুব শীঘ্রই তা ভারতের বাজারে আসবে এবং মানুষের মন জয় করতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক এই earbuds-টির বৈশিষ্ট্য।

Sennheiser Sport True earbuds -টি মূলত ব্যবহারকারীদের সুবিধা দেওয়ার জন্য তিনটি আকারে বাজারে আনা হয়েছে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো বড়, মাঝারি এবং ছোট আকার কিনতে পারবে এবং পাখনার সাইজও চার ধরনের করা হয়েছে (N, S1, S2, S3)। মূলত কোম্পানি সূত্রে দাবি করা হয়েছে, ব্যবহারকারীরা এই ইয়ারবাড লাগিয়ে কথা বলার সময় মূলত বাইরের শব্দ বা নয়েস ফোনের ওপারে থাকা ব্যক্তির কাছে কথা পৌঁছতে সমস্যা তৈরি করবে না। অপ্রয়োজনীয় শব্দ বা আওয়াজকে আটকানোর জন্য এই ইয়ারবাড টির মধ্যে রয়েছে এক ধরনের সেন্সর।

জানা যাচ্ছে, এই ইয়ারবাডটি টানা ৯ ঘন্টা ব্যবহারকারীদের চার্জিং এর সুবিধা এবং কোন রকম সমস্যা ছাড়া ব্যবহার করার সুবিধা প্রদান করে। এছাড়াও এতে v5.2 ব্লুটুথ সংযোগ রয়েছে। এটিতে 400mAh ব্যাটারি রয়েছে। এটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১.৫ ঘন্টা সময় নেয়৷ এটি মূলত ওয়াটারপ্রুফ। যার ফলে ঘাম, বৃষ্টির হাত থেকেও নিজেকে রক্ষা করতে সক্ষম। কোম্পানির ঘোষণা অনুযায়ী বলা যায়, এটির ওজন ৬.৮ গ্রাম। জানা যাচ্ছে, C পোর্টের যে কোন চার্জারেই আপনি সহজেই এই ইয়ারবাড রিচার্জ করতে পারবেন, যে কোন জায়গায়।

Sennheiser Sport True Wireless ইয়ারবাডটি আগামী ৩ মে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে বিক্রি হবে। এই ইয়ারবাডটির দাম ইউরোপে 129.90 ইউরো ( যা ভারতের প্রায় ১০,৭৬০ টাকা) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে $129.95 ( অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ৯৯৪০)।

জানা যাচ্ছে, এই ইয়ার বাডটি গান শোনার ক্ষেত্রে কিংবা সিনেমা দেখার ক্ষেত্রে ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন এটির সাউন্ড কোয়ালিটি অত্যন্ত অসাধারণ। যার মধ্যে থেকে একেবারেই আপনি রিয়ালিটি ফিল করতে পারবেন।