নতুন সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা সুখবর। কিছুটা কমল দৈনিক করোনার (Coronavirus) সংক্রমণ। যদিও সকলের চিন্তা বাড়িয়ে এক লাফে বাড়ল মৃত্যু সংখ্যা।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৫, ৮৭৪ জন। এছাড়া বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬১৪ জনের। বর্তমানে দেশের পজিটিভিট রেট ১৫.৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন।
করোনার পাশাপাশি বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। ভয়াবহ চেহারে দেখা দিয়েছে মহারাষ্ট্রে। আক্রান্তদের মধ্য়ে অনেকের শরীরেই ওমিক্রনের স্ট্রেন মিলেছে। এছাড়া এর দু, একটি সাবস্ট্রেনও সংক্রমণের উৎস বলে ধরে নেওয়া হচ্ছে। যার ফলে বেশি করে করোনা পরীক্ষার জোর দেওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।
এদিকে দৈনিক সুস্থতায় আশার আলো দেখাচ্ছে বাংলা। রাজ্যে বাড়ছে সুস্থতার হার। রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৬ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। রাজ্যের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু। গত একদিনে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জন।