Terror Alert: বাংলাদেশ থেকে NLFT জঙ্গি হামলার আশঙ্কা, BSF সতর্ক ত্রিপুরায়

বাংলাদেশের দিক থেকে গোপনে ভারতে ঢুকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি) হামলা চালাতে পারে। এমন সম্ভাবনা প্রবল। সতর্কতা জারি রেখেছে ত্রিপুরার লাগোয়া…

বাংলাদেশের দিক থেকে গোপনে ভারতে ঢুকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি) হামলা চালাতে পারে। এমন সম্ভাবনা প্রবল। সতর্কতা জারি রেখেছে ত্রিপুরার লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফ। সূত্রের খবর, দীর্ঘ সময় পরে এই উপজাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি সক্রিয় (Terror Alert)।

সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের বরাবর বিরোধী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। তবে তাৎপর্যপূর্ণ, এবারেই অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা (স্বাধীনতা) কোনও কালা দিবস পালন করছে না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সরকারে আহ্বানে শান্তি বৈঠকে যোগ দিতে আলফা(স্বাধীনতা) প্রধান পরেশ বড়ুয়া এমন পদক্ষেপ নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাই। দ্রুত এই শান্তি প্রক্রিয়া শুরু হবে বলে আশা রাখি।

অসমে আলফা নরম অবস্থানের বার্তা দিলেও উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলি উত্তপ্ত। নাগাল্যান্ড ও মনিপুরে উপজাতি সংগঠনগুলি সরাসরি সাধারণতন্ত্র দিবস পালন বয়কট করছে। জঙ্গি সন্দেহের অসম রাইফেলস নাগাল্যান্ডের মন জেলায় ১৪ জন শ্রমিকের গুলি করে মারার পর থেকে হাওয়া গরম। মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মনিপুরের সর্বত্র দাবি উঠেছে সেনাবাহিনীর বিশেষ অধিকার আইন (আফস্পা) বাতিলের। বিধানসভা ভোটের আগে ফের আফস্পা বাতিলের দাবি করেছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। অস্বস্তিতে বিজেপি।

তবে বাংলাদেশের সংলগ্ন ত্রিপুরা ও মিজোরাম সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে এমনই আশঙ্কা। গত বছর এনএলএফটির সঙ্গে বিএসএফের গুলির লড়াই হয় সীমান্তের গায়ে। এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। এর জেরে উপজাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠনির সক্রিয়তা ফের সামনে আসে।

ত্রিপুরার বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে এই জঙ্গি ততপরতা নিয়ে শোরগোল পড়েছিল দেশজড়ে। কারণ, এনএলএফটি গণহত্যায় জড়িত। রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের দীর্ঘ দু দশকের শাসনে জঙ্গি তৎপরতা ছিল শূন্য।