৫ টাকার বিস্কুট, ১০ টাকার সাবান, কমছে না দাম, তবে মিলবে এই অফার

পাঁচ টাকার বিস্কুট, দশ টাকার সাবান কিংবা কুড়ি টাকার টুথপেস্ট-ভারতীয় ক্রেতাদের কাছে এই ছোট ছোট প্যাকেটগুলির দাম বহুদিন ধরেই অপরিবর্তিত। সম্প্রতি জিএসটি (GST) কমানো হয়েছে৷…

Consumer Goods GST Price

পাঁচ টাকার বিস্কুট, দশ টাকার সাবান কিংবা কুড়ি টাকার টুথপেস্ট-ভারতীয় ক্রেতাদের কাছে এই ছোট ছোট প্যাকেটগুলির দাম বহুদিন ধরেই অপরিবর্তিত। সম্প্রতি জিএসটি (GST) কমানো হয়েছে৷ অনেকেই ভেবেছিলেন ছোট প্যাকের দ্রব্যগুলির দামও বুঝি কমবে৷ কিন্তু এই জনপ্রিয় লো-প্রাইস প্যাকগুলির দাম আর কমানো সম্ভব নয় বলেই জানাল ভোগ্যপণ্য সংস্থাগুলি। কারণ, দাম যদি ১৮ টাকা বা ৯ টাকার মতো অস্বাভাবিক সংখ্যায় আসে, তবে তা ক্রেতাদের বিভ্রান্ত করবে এবং কেনাবেচায় অসুবিধা তৈরি করবে।

দাম অপরিবর্তিত রেখে বাড়ানো হবে পরিমাণ

সংস্থাগুলি সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC)-কে জানিয়েছে, পণ্যের দাম অপরিবর্তিত রেখে প্যাকেটের ভেতরের পরিমাণ বাড়ানো হবে। যেমন, ২০ টাকার বিস্কুটের প্যাকেট এখন থেকে আগের তুলনায় কিছুটা বেশি ওজনের হবে। এভাবেই ভোক্তাদের কাছে জিএসটির সুবিধা পৌঁছবে।

   

বিকাজি ফুডসের সিএফও ঋষভ জৈন নিশ্চিত করেছেন, তাঁদের ছোট ‘ইমপাল্স প্যাক’-এর ওজন বাড়ানো হবে যাতে ক্রেতারা একই দামে বেশি পণ্য পান। একইভাবে ডাবরের সিইও মোহিত মলহোত্রা moneycontrol.com-কে বলেছেন, ট্যাক্স কমানোর সুবিধা অবশ্যই ক্রেতাদের দেওয়া হবে। এতে দৈনন্দিন পণ্যের চাহিদা আরও বাড়বে বলে তাঁর আশা।

অধিকাংশ জিনিসপত্রের উপর কর ৫ শতাংশে নেমে এসেছে Consumer Goods GST Price

তবে অর্থ মন্ত্রক সতর্ক নজর রাখছে। সরকারি কর্তারা ভাবছেন, আলাদা গাইডলাইন জারি করা প্রয়োজন কি না, যাতে সংস্থাগুলি নিজেরা লাভ তুলে না নিয়ে সত্যিই ক্রেতাদের সুবিধা দেয়।

Advertisements

জিএসটি কাউন্সিল সম্প্রতি বড় সংস্কারের অংশ হিসেবে দৈনন্দিন ব্যবহারযোগ্য অধিকাংশ জিনিসপত্রের উপর কর ৫ শতাংশে নামিয়ে এনেছে। এর আগে বিস্কুটের মতো পণ্যের উপর ১৮ শতাংশ জিএসটি বসত।

শিল্প বিশেষজ্ঞদের মতে, দামের বড় কাটছাঁট না হলেও ভোক্তারা দেখতে পাবেন আগের মতো ৫ বা ১০ টাকার প্যাকেটেই ভেতরে পণ্যের পরিমাণ বেড়েছে। অর্থাৎ, একই দামে আরও বেশি বিস্কুট, সাবান বা টুথপেস্ট পাওয়া যাবে।

Bharat: Consumer goods companies will not lower the prices of small packs (₹5-₹20) despite the recent GST reduction. Instead, they will increase the product quantity inside the packs to pass the benefits to consumers, ensuring stable pricing and preventing market confusion.