Rahul Gandhi: রাহুল গান্ধীর পদযাত্রা হবেই, মুখ্যমন্ত্রীকে আলাদা রুট দিল কংগ্রেস

মণিপুর (Manipur) সরকার ১৪ জানুয়ারী ইম্ফল থেকে শুরু হওয়া কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র (‘Bharat Jodo Nyaya Yatra’) স্থল অনুমতি প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টা পরে,…

Rahul Gandhi

মণিপুর (Manipur) সরকার ১৪ জানুয়ারী ইম্ফল থেকে শুরু হওয়া কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র (‘Bharat Jodo Nyaya Yatra’) স্থল অনুমতি প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টা পরে, কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল (KC Venugopal) জানান যে অনুষ্ঠানটি মণিপুর থেকেই শুরু হবে তবে অন্য জায়গা থেকে।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কেসি ভেনুগোপাল বলেন, “…আমরা তথ্য পেয়েছি যে মণিপুর সরকার ইম্ফলের প্যালেস গ্রাউন্ডে যাত্রা করার জন্য (আমাদের অনুরোধ) প্রত্যাখ্যান করেছে…যখন আমরা পূর্ব থেকে পশ্চিমে একটি যাত্রা শুরু করছি, কীভাবে আমরা মণিপুরকে এড়াতে পারি? তাহলে দেশের মানুষকে আমরা কী বার্তা দিচ্ছি? আমাদের শুধু মণিপুর থেকেই যাত্রা শুরু করতে হবে। আমরা এখন অন্য জায়গা থেকে মণিপুরে যাত্রা শুরু করতে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে…।”

ইতিমধ্যে মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং প্রবীণ কংগ্রেস বিধায়ক কে মেঘচন্দ্র মণিপুর সরকারের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। আরও বলেছেন যে এই অস্বীকৃতির পরে জায়গা পরিবর্তন করে থৌবাল জেলার খংজোমে স্থানটিকে ভেনু হিসেবে বেছে নিয়েছে।

কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা করবেন যেটি ১৪ টি রাজ্য এবং ৮৫ টি জেলা কভার করবে। সমাবেশে পদযাত্রা ও বাসে চড়ার ব্যবস্থা থাকবে।

মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং প্রবীণ কংগ্রেস বিধায়ক কে মেঘচন্দ্র দলের নেতাদের একটি দল নিয়ে বুধবার সকালে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে তাঁর অফিস কমপ্লেক্স-কাম-বাংলোতে দেখা করেন। কে মেঘচন্দ্র জানান যে মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছেন যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তাঁর সরকার অনুমতি দিতে পারেনি।

মেঘচন্দ্র সরকারের প্রতিক্রিয়াকে “খুবই দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে তারা পরিবর্তে থৈবাল জেলার খংজোম স্থানটিকেই বেছে নিয়েছেন। অর্থাৎ হাত্তা কাংজেইবুং এর বদলে থৈবাল জেলার খংজোম থেকে আগামী 14 জানুয়ারি শুরু হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’র।

PTI জানাচ্ছে, মণিপুর সরকার বুধবার ইম্ফল পূর্ব জেলার হাত্তা কাংজেইবুং থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’র জন্য ‘স্থল অনুমতি’ অস্বীকার করেছে। আগামী 14 জানুয়ারি যাত্রা শুরু হওয়ার কথা ছিল। মণিপুর প্রদেশ কংগ্রেস থেকেও আগেই এমন আশঙ্কা করা হয়েছিল।