হজরত মহম্মদকে নিয়ে সমালোচনামূলক মন্তব্যের কারণে বিজেপি থেকে বহিষ্কৃত (Nupur Sharma) নূপুর শর্মাকে তলব করেছিল মুম্বই পুলিশ। শুক্রবার দিল্লিতে গিয়ে হিন্দুত্ববাদী নেত্রীর খোঁজ পেল না মুম্বই পুলিশ। কোথায় তিনি? উঠছে প্রশ্ন। এদিকে ২০ জুনের মধ্যে হাজিরা দিতে বলেছে কলকাতা পুলিশ।
নূপুর শর্মার মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া বিতর্ক ক্রমে দেশজুড়ে ছড়ায়। মন্তব্যের প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল তাতে ছিল উগ্র ও হিংসাত্মক চেহারা। পশ্চিমবঙ্গের দুটি জেলা হাওড়া ও মুর্শিদাবাদের কিছু এলাকায় তান্ডব চলে। এর জেরে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি, ইন্টারনেট বন্ধ করে রাজ্য সরকার। পরে কলকাতা পুলিশ নূপুর শর্মাকে তলব করে।
মুম্বইতে নূপুর শর্মার বিরুদ্ধে ২৮ মে অভিযোগ দায়ের করেন ইরফান শেখ নামের এক ব্যক্তি। এরপরেই শুক্রবার দিল্লিতে উপস্থিত হয়ে মুম্বই পুলিশ তাঁর খোঁজ শুরু করে। মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নূপুর শর্মার বিরুদ্ধে তাদের কাছে যথেষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, নূপুর শর্মা নিখোঁজ।
আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। তাঁর বয়ান রেকর্ড করা হবে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। কিন্তু গত পাঁচ দিন ধরে মুম্বই পুলিশের নাগালের বাইরে নূপুর শর্মা।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আবু সোহেল এফআইআর দায়ের করেন কাঁথি থানায়। আরও একটি অভিযোগের ভিত্তিতে ২০ জুনের মধ্যে নূপুরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাকার নারকেলডাঙা থানার পুলিশ। মনে করা হচ্ছে সেই হাজিরাও এড়াতে পারেন তিনি।