Rahul Gandhi: রাহুলের ন্যায় যাত্রায় গুয়াহাটি গরম, পুলিশ-কংগ্রেস সংঘর্ষ

আশঙ্কা মিলল। অসমের রাজধানী গুয়াহাটিতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ঘিরে সংঘাত বাধল। চলছে পুলিশ ও কংগ্রেস সংঘর্ষ। মিছিলে জনপ্লাবন।  জনপ্লাবনে অবরুদ্ধ হয়ে যাবে গুয়াহাটি, ন্যায়…

Congress workers clash with Guwahati police

আশঙ্কা মিলল। অসমের রাজধানী গুয়াহাটিতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ঘিরে সংঘাত বাধল। চলছে পুলিশ ও কংগ্রেস সংঘর্ষ। মিছিলে জনপ্লাবন। 

জনপ্লাবনে অবরুদ্ধ হয়ে যাবে গুয়াহাটি, ন্যায় যাত্রায় কংগ্রেসের প্রস্তুতি দেখে এমনই জানিয়েছিল অসমের সংবাদ মাধ্যম। আর বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হঁশিয়ারি ছিল গুয়াহাটি শহরের মাঝখানে এলেই রাহুল গান্ধীকে গ্রেফতার করব। তবে অসম প্রদেশ কংগ্রেসের দাবি করে ন্যায় যাত্রা হবেই। পরিস্থিতি সংঘাতম ছিল। গ্রেফতারির হুঁশিয়ারি পেয়ে রাহুল গান্ধী বলেছিলেন হিমন্ত বিশ্বশর্মা দেশের সবথেকে দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী। এদিন সকালে গুয়াহাটিতে ঢোকার পর অসম পুলিশেপ ব্যারিকেড ভেঙে দেয় কংগ্রেস সমর্থকরা। শুরু হয় সংঘর্ষ।

রাহুল গান্ধী কি গ্রেফতার হবেন? উঠছে এমন প্রশ্ন। কারণ এর আগে পূর্ব নির্ধারিত যাত্রাপথ বদলানোর অভিযোগ এনে অসম পুলিশের তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ নিয়ে অসম প্রদেশ কংগ্রেস ও বিজেপির মধ্যে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। রাম মন্দির উদ্বোধনের দিন রাহুল গান্ধীকে স্থানীয় শংকরদেব মন্দিরে ঢুকতে বাধা দেয় অসম সরকার। অভিযোগ, তিনি রাম মন্দির উদ্বোধনের দিন টিভি সম্প্রচারের আকর্ষণ ভাগ করতে চাইছিলেন। রাহুল শুরু করেন অবস্থান বিক্ষোভ। এবার অসমের রাজধানীতেই শুরু হলো সংঘর্ষ।

গুয়াহাটি পুলিশ ও কংগ্রেস সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নক্সালের মতো ট্যাকটিক ব্যবহার করেছেন রাহুল, তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন হিমন্ত।