INC: পিকে ফর্মুলায় বঙ্গে জোট ওষুধ কংগ্রেসের, মমতার সঙ্গে ‘অস্বস্তি সম্পর্ক’ নিয়ে চর্চা

ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishore) ওষুধ গিলতে মরিয়া মুমূর্ষু কংগ্রেস। তিনি যে সূত্র দিচ্ছেন তাই মানতে নির্দেশ যাচ্ছে ম্যাডামের চেম্বার থেকে। পিকে সূত্র, লোকসভা…

Congress wants to proceed on the advice of Prashant Kishore

ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishore) ওষুধ গিলতে মরিয়া মুমূর্ষু কংগ্রেস। তিনি যে সূত্র দিচ্ছেন তাই মানতে নির্দেশ যাচ্ছে ম্যাডামের চেম্বার থেকে। পিকে সূত্র, লোকসভা ভোটের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গে জোট করতে হবে কংগ্রেস কে।

বঙ্গে এখনও কংগ্রেস ও বামফ্রন্টের জোট অলিখিতভাবে চলছে। যদিও বিধানসভা পরবর্তী আর কোনও উপনির্বাচনে দু তরফের জোট হয়নি। পৌর ভোটে কিছু ক্ষেত্রে সমঝোতা ছিল। এর থেকেই স্পষ্ট হয়েছে বামফ্রন্ট ও তার বড় শরিক সিপিআইএম এখন কংগ্রেস জোটের বাইরে থাকতে চায়।

পরপর উপনির্বাচনে রাজ্যে বিরোধী শক্তি হিসেবে সিপিআইএমের উঠে আসা ও বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাওয়া বিজেপির তিন নম্বরে নামা রাজনৈতিক চর্চার কেন্দ্রে। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ স্বীকার করেছেন, রাজ্যে তাঁর দল তিন নম্বরে নেমেছে। বামোত্থান যে হয়েছে তাও মেনে নিয়েছেন তিনি।

এর পরেই প্রদেশ কংগ্রেস শিবিরে আলোচনা, এআইসিসি কে যদি পি কে বলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে তাহলে কী হবে? এতদিন টিএমসির বিরুদ্ধে লড়াই করতে বঙ্গে জাত শত্রু সিপিআইএমের সঙ্গে জোট ছিল। ফের টিএমসির সঙ্গে গেলে যেটুকু শক্তি আছে তাও চলে যাবে। যদিও প্রদেশ নেতৃত্বের কিছু জন বলছেন, বাম জমানার পরিবর্তনের বছরে টিএমসি ও কংগ্রেস জোটেরই সরকার হয়েছিল। পরে জোট ত্যাগ করে কংগ্রেস।

আরও আলোচনা, পি কে সূত্র কি মেনে নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কংগ্রেসের ম্যাডাম সোনিয়ার সঙ্গে মমতার সখ্যতা সাম্প্রতিক অতীতে তেমন নেই। মমতা নিজে বারবার কংগ্রেস কে বাদ দিয়ে অবিজেপি জোটের বার্তা দিয়েছেন। তবে তাঁর অবস্থানকে তেমন নেননি ঘনিষ্টরা। শিব সেনা, এনসিপি সহ বিভিন্ন দল কংগ্রেসকে সামনে রেখেই জোটে আগ্রহী।

দোটানায় আছেন মমতা। নিজ রাজ্যে কংগ্রেসের একটি আসন বহরমপুর। এখানকার সাংসদ অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন নিয়মিত। পি কে পরামর্শ বার্তা যদি টিএমসি ও কংগ্রেসকে এক জোটে নিতে বলে তাহলে মমতা ও অধীর দুজনের পক্ষে অস্বস্তিকর।

রাজ্যে বিজেপির অবনমন, সিপিআইএমের উত্থানের সমীকরণ থেকে প্রদেশ কংগ্রেসের শিবিরে আলোচনা আপাতত আর জোটে যাবে না বামেরা। একলাই লড়তে চলেছে। টিএমসির অন্দরেও চর্চা। তবে বামফ্রন্টের ভোট বাড়লেও তারা আসন দখল করার মতো শক্তি অর্জন করবে না বলেই তৃণমূল মনে করছে।

ভোট কুশলী পি কে বলছেন, বিজেপি কে জমি ছাড়া যাবে না। বঙ্গে কী হবে? একা মমতা নাকি অস্বস্তিকর পুরনো জোট।