একদম মিথ্যাচার করবেন না, মোদীকে তোপ খাড়গের

কর্মসংস্থান নিয়ে ‘বড়-বড়’ কথা বলে ফের বিরোধীদের তোপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার তাঁকে মিথ্যাচারী বলে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (…

Narendra Modi and Kharge

কর্মসংস্থান নিয়ে ‘বড়-বড়’ কথা বলে ফের বিরোধীদের তোপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার তাঁকে মিথ্যাচারী বলে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ( Mallikarjun Kharge)। সম্প্রতি একটি অনুষ্ঠানে কংগ্রেস কর্মসংস্থান নিয়ে ভুয়ো প্রচার চালাচ্ছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। চার বছরে আট কোটি কর্মসংস্থানের পরিসংখ্যান বিরোধীদের চুপ করিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। এরপরই পাল্টা আক্রমণ হানেন কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রী ‘মিথ্যার মায়াজাল’ বুঁনেছেন বলেও দাবি করেন তিনি। 

না থেকেও আছেন তিনি! রাজ্য কমিটির বৈঠকের আগে শুভেন্দুদের মাথাব্যথা দিলীপই?

   

শনিবার মুম্বইয়ে ২৯ হাজার কোটি টাকার পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করে মোদী (Narendra Modi)। তাঁর বক্তৃতায় রিজ়ার্ভ ব্যাঙ্কের তথ্য-পরিসংখ্যান তুলে ধরে বলেছিলেন, শুধু ২০২৩-২৪-এই ৪.৭ কোটি কর্মসংস্থান হয়েছে।

পোর্টাল খুলে ১০০ জনকে নিয়ে আবারও শুভেন্দুর অভিযান! পদ্মবনের অধিকার বাঁচাতে রাজভবনই ভরসা?

তারপরই এক্স হ্যান্ডলে ‘মোদীজি’কে সরাসরি সম্ভাষণ করে খড়্গে লেখেন, ‘‘আপনি গত কাল মিথ্যার মায়াজাল বুনছিলেন। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি’ (এনআরএ) নিয়ে আপনি কী বলেছিলেন। ২০২০-র অগস্ট মাসে বলেছিলেন, এনআরএ এক আশীর্বাদ হয়ে দেখা দেবে। চাকরির বিভিন্ন পরীক্ষার বদলে একটি অভিন্ন পরীক্ষা নিয়ে আসা হবে। তাতে সময়ও বাঁচবে, স্বচ্ছতাও বাড়বে।’’

‘খেলা শুরু’ অভিজিতের! মমতাকে বিরাট চ্যালেঞ্জ তমলুকের বিজেপি সাংসদের

পাশাপাশি প্রধানমন্ত্রীর (Narendra Modi) কাছে এনআরএ-র কার্যকলাপ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। গত পাঁচ বছরে কেন এনআরএ একটি পরীক্ষা নেয় নি? সংরক্ষণ তুলে দিতেই কি এনআরএ-র এই অনীহা? এই প্রশ্নগুলি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন মল্লিকার্জুন খাড়গে। তবে এর উত্তর আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলের।