বিয়ে করছেন? নিমন্ত্রণের নতুন নিয়ম না মানলেই কড়া শাস্তি

বিয়েতে উপস্থিত থাকতে পারবেন ১০০ অতিথি। খাবারের পদও ১০ এর বেশি নয়। একবার বিল পাস হলেই এই নয়া আইন লাগু হবে দেশে। এর ফলে কমবে…

বিয়েতে উপস্থিত থাকতে পারবেন ১০০ অতিথি। খাবারের পদও ১০ এর বেশি নয়। একবার বিল পাস হলেই এই নয়া আইন লাগু হবে দেশে। এর ফলে কমবে বাড়তি খরচ। সেই টাকায় উপকৃত হতে পারবেন অন্য কেউ। আমাদের দেশে বিয়ে মানে দেদার আয়োজন, প্রচুর অতিথি, রকমারি খাবার। আর এসব আয়োজনে বিশাল খরচ। এই খরচ জোগাতে গিয়েই হিমশিম খেয়ে যায় অনেকেই। বিয়ে দিতে গিয়ে পরিবারের জমি বাড়ি বন্ধক, বিক্রি, ঋণ এসবের খবর হামেশাই পাওয়া যায়। বিয়েতে প্রচুর পরিমাণে খরচ হয় দুই পরিবারের।

এছাড়াও অনেক ক্ষেত্রে খাবার অপচয় হয়। তবে এই রীতি বদল করতে এবার এই নতুন বিলের প্রস্তাব হল লোকসভায়। ওই বিলে বলা হয়েছে এমন আইন পাশ করানো হোক যাতে বিয়েবাড়িতে ১০০ এর বেশি অতিথিকে নিমন্ত্রণ না করা যায়। এমনকি বিয়ে উপলক্ষ্যে দশটির বেশি পদ খাওয়ানো যাবেনা অতিথিদের। এই বিলের আসল উদ্দেশ্য বিয়েতে বাজে খরচ কমানো।

পাঞ্জাবের কংগ্রেস সংসদ জাসমিন সিং এই বিল লোকসভায় পেশ করেন ২০২০ সালে। বিয়েবাড়ির খরচ সবার‌ জন্য নির্দিষ্ট বেধে দেওয়া হয় সেই বিলে। সেই বিলে বলা হয়েছে বিয়েবাড়ির অতিরিক্ত খরচ গরীব দুঃস্থদের উপকারে ব্যবহার করা হতে পারে। এই বিল আসলে ছেলে বা মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে।