২০১০-এর পীযূষ বানসালকে দেখা গেল সার্ক ট্যাঙ্কে

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শো সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সমাপ্তি ঘটল শুক্রবার। এদিনই প্যানেলের ‘সার্ক’ পীযূষ বানসালকে দেখা গেল অন্য রূপে। ১২ বছর আগে যেখান থেকে শুরু…

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শো সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সমাপ্তি ঘটল শুক্রবার। এদিনই প্যানেলের ‘সার্ক’ পীযূষ বানসালকে দেখা গেল অন্য রূপে। ১২ বছর আগে যেখান থেকে শুরু হয়েছিল লেন্সকার্টের এদিন ফিরে গেলেন সেখানেই। এই ঘটনার সাক্ষী থাকল প্যানেলের বাকি ৬ সার্ক।

পীযূষ বানসাল লেন্সকার্ট সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং সিইও। এদিন তিনি দেখালেন আজ থেকে ১০ বছর আগে কীভাবে তার বিজনেস আইডিয়া নিয়ে একইভাবে বিনিয়োগকারীদের সামনে দাঁড়িয়েছিলেন। সালটা ২০১০, বছর ২৬-এর পীযূষ প্যানেলের সামনে দাঁড়িয়ে নিজের এবং সংস্থার পরিচয় দিলেন। নিজের সংস্থার ১ শতাংশ ভাগের বদলে দাবি করলেন ১ কোটি টাকা। অর্থাৎ, ১২ বছর আগে লেন্সকার্টের ভ্যালুয়েশন ছিল ১০০ কোটি টাকা।

প্যানেলের ৬ সার্ক মুগ্ধ হয়ে শুনছিলেন পীযূষ কথা। সুগার কসমেটিক্সের ভিনিতা সিং ১ কোটির বদলে ৭৫ শতাংশ দাবি করেন। বোটের আমন গুপ্তা বলেন, ‘আজ থেকে ৫ বছর আগে আমিও এভাবেই বিনিয়োগকারীদের সামনে দাঁড়িয়েছিলাম। আমি চাইবো তুমিও একদিন আমার জায়গায় এসে বসবে।’

সোনি টিভিতে সম্প্রচারিত হওয়া রিয়ালিটি শো-এর এই প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজিত হয়েছিল আমজনতা। সার্ক ট্যাঙ্কে এসেই পীযূষ বানসাল বলেছিলেন, ‘আমি এমন কিছুতে বিনিয়োগ করতে চাই যা সমাজে পরিবর্তন আনবে। কেবল কোম্পানিতে ভাগ নিয়ে কিছু লাভ নেই।’ শোয়ের শেষ দিনেও তাঁর মুখে শোনা গেল আত্মবিশ্বাসের কথা। পিয়ুশ জোর গলায় বলেন, ‘ এবারে যতগুলি বিনিয়োগ হয়েছে তার মধ্যে সবথেকে বেশী লাভবান হবে আমার বিনিয়োগ করা ব্যবসায়।’

লেন্সকার্ট একটি চশমার সংস্থা। যার আলাদা ভাবে কোনও পরিচিতির প্রয়োজন হয় না। সেই সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং সিইও পীযূষ বানসাল ছিলেন সার্ক ট্যাঙ্কের ৭ জন সার্কের একজন।