লোকসভায় ঢুকতেই কংগ্রেস সাংসদের চোখে জল! কী এমন ঘটল?

বাবা বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা। মনমোহন সিং সরকারের জমানায় একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্ব সামলেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। আর মেয়ে এই প্রথম পা রাখলেন সংসদে। লোকসভায় পা রেখেই আবেগপ্রবণ হয়ে পড়লেন কংগ্রেস নেতা সুশীলকুমার শিন্ডের মেয়ে প্রণিতি শিন্ডে।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের পর আজই সংসদের অধিবেশন শুরু হল। দেশের সমস্ত প্রান্তের নির্বাচিত সাংসদরা সোমবারই প্রথম পার্লামেন্টে পা রাখেন। প্রণিতিও তাঁদের মধ্যে অন্যতম। মহারাষ্ট্রের সোলাপুর আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন প্রণিতি। এর আগে তিনবার বিধায়ক হন প্রণিতি।

   

সংবাদ সংস্থা এএনআইকে প্রণিতি বলেন, আমি যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম তখন তা খুব আবেগময় মুহূর্ত ছিল। পুরনো সংসদ ভবন থাকলে ভালো লাগত। কারণ সেই ভবনের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। গণতন্ত্রের মন্দিরে আমি এই প্রথম পা রাখলাম। এটা আমার জন্য একটা বিরাট মুহূর্ত।

দিল্লি থেকে মিলেছে বড় বার্তা! বিরাট ধামাকার অপেক্ষায় দিলীপ

তিনি আরও বলেন, দেশের সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। দেশের মানুষের কাজ এবং সেবা করার জন্য উন্মুখ হয়ে আছি। ভারতে অনেক সমস্যা রয়েছে – মুদ্রাস্ফীতি, বেকারত্ব, নিট কেলেঙ্কারি। দেশের গণতন্ত্রও আজ বিপন্ন। তা রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।

প্রণিতি দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ২০২১ সাল থেকে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি এবং বিধানসভা নির্বাচনের জন্য কেরল প্রদেশ কংগ্রেস কমিটির স্ক্রিনিং কমিটির সদস্য ছিলেন। সোলাপুর সিটি সেন্ট্রাল লোকসভার তিনবারের বিধায়কও ছিলেন প্রণিতি।

দল চালাবে ভাইপোই! ভোট মিটতেই বড় ঘোষণা পিসির

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন