আপনি কি আজ সোনা কিনতে চাইছেন? তাহলে হুট করে কিনে ফেলুন সোনা। কারণ গতকালের চেয়ে কলকাতার বাজারে কমল সোনার দাম।আজ ২২,২৪, ১৮ ক্যারেট সোনা (Gold Price) কত টাকায় বিক্রি হচ্ছে জানেন? না জানা থাকলে জেনে নিন।
মোদীর ওপরে ভরসা না রেখে নিজেই ব্যবস্থা যোগীর! বুলডোজার চলবে পরীক্ষাতেও?
আসলে গতকাল ঊর্ধ্বমুখী থাকার পর আজ সোনা ও রুপোর দাম বেশ অনেকটাই কমে গিয়েছে। ২২ ক্যারেট সোনার দামে ১০০০ টাকা এবং ২৪ ক্যারেটে সোনার দামে ১৫০০ টাকা অবধি পতন দেখা গিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসুন তাহলে আজ সোনা রুপোর দর জেনে নিন।
জানা গিয়েছে, আজ কলকাতা শহরে ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২৫০ টাকা কমে ৬৭,৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২২ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম ২৫০০ টাকা কমে ৬৭,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এবার আসা যাক ২৪ ক্যারেটের কথায়। এদিন ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২৭০ টাকা কমে ৭৩৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
অস্বস্তি বাড়ল মমতার ‘বন্ধু’ মুখ্যমন্ত্রীর! আপাতত তিহাড় জেলেই কেজরি
এর পাশাপাশি ২৪ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম ২৭০০ টাকা কমে ৭,২৩,৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এবার আসা যাক ১৮ ক্যারেটের প্রসঙ্গে। ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৮০ টাকা কমে ৫৪,২১০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি ১৮ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম ৮০০ টাকা কমে ৫,৪২,১০০ টাকায় বিক্রি হচ্ছে।
রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের টাকা, বড় কী নির্দেশ রাজ্যের?
আজ সোনালি ধাতুর পাশাপাশি রুপোর দামও বেশ বেড়েছে। আজ ১০ গ্রাম রুপোর দাম হচ্ছে ৯১৭ টাকায়। এছাড়া ১ কেজি রুপোর হচ্ছে ৯১,৭০ টাকা। বর্তমানে, সোনা ও রুপোর দামে ক্রমাগত পরিবর্তন হচ্ছে। জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য কর ইস্যু করা দামের সাথে যুক্ত হয় না। লোকেরা 8955664433 একটি মিসড কল দিয়ে ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার গহনার খুচরা দরও পেতে পারেন। এ ছাড়া www.ibja.co বা ibjarates.com গিয়েও মানুষ এই হারের তথ্য পেতে পারেন।