কংগ্রেসের পৈত্রিক তালুক রায়বেরিলি। উত্তরপ্রদেশের এই কেন্দ্রটি দেশের সবথেকে নজরকাড়া আসন। এখান থেকেই সংসদীয় রাজনীতির যাত্রা শুরু করছেন (Priyanka Gandhi) প্রিয়াঙ্কা গান্ধী। সর্বভারতীয় কংগ্রেসের অন্দরে প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কার নাম মনোনীত হয়েছে। লোকসভা ভোটে নামছেন ইন্দিরা পৌত্রী ও রাজীব-সোনিয়া তনয়া প্রিয়াঙ্কা।
স্বাধীনতার পর ১৯৫২ সালের প্রথম জাতীয় নির্বাচনে রায়বেরিলি গেছিল কংগ্রেস অনুকূলে। জিতেছিলেন প্রিয়াঙ্কার পিতামহ ফিরোজ গান্ধী। এই কেন্দ্রে খোদ ইন্দিরা জয়ী হয়েছিলেন ১৯৬৭ সালে। জনতা পার্টির প্রবল উত্থান হয় ১৯৭৭ সালে। দেশে প্রথম অ-কংগ্রেসি সরকার প্রতিষ্ঠার বছরে রায়বেরিলি হাতছাড়া হয়েছিল কংগ্রেসের। সেবার ইন্দিরাকে হারিয়ে জয়ী হয়েছিলেন রাজনারায়ণ। ১৯৮০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সবকটি লোকসভা ভোটে কংগ্রেসের দখলে ছিল রায়বেরিলি। ১৯৯৬ ও ১৯৯৮ সালে বিজেপির দখলে। আর ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত কংগ্রেসের দখলে রায়বেরিলি। বর্তমান সাংসদ সোনিয়া গান্ধী আর লোকসভা ভোটে নামছেন না। উত্তরাধিকার সূত্রে এবার কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর হাতে রায়বেরিলির ভার দিলেন তিনি।
রায়বেরিলিতে কংগ্রেস নেই!
ভোট পরিসংখ্যান বলছে কংগ্রেসের পারিবারিক ঘাঁটি রায়বেরিলি কেন্দ্রেই কংগ্রেস শূন্য! উত্তর প্রদেশের এই মার্কা মারা লোকসভা কেন্দ্রের অধীন কোনও বিধানসভা আসনেই কংগ্রেস নেই। রায়বেরিলি লোকসভা আসনের মধ্যে পড়ছে যে পাঁচটি বিধানসভা তার মধ্যে তিনটিতে জয়ী সমাজবাদী পার্টি ও দুটিতে বিজেপি। খোদ রায়বেরিলি বিধানসভাটি বিজেপির দখলে।
সর্বশেষ উত্তর প্রদেশে বিধানসভা ভোটে বিজেপি ও সমাজবাদী পার্টির সরাসরি ভোট যুদ্ধ হয়ে গেছে। ভোট ফলাফলে দু দলের মধ্যে আড়া-আড়ি বিভক্ত এ রাজ্য। বিজেপির সরকার আর সমাজবাদীরা বিরোধী আসনে। এবার লোকসভা ভোটে রায়বেরিলিতে কংগ্রেসের ভরসা ইন্দিরা-সোনিয়া আবেগ আর সমাজবাদী পার্টির ভোটব্যাংঙ্ক। কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট হয়েছে। ইন্ডিয়া ব্লকের তরফে কংগ্রেসের জন্য রায়বেরিলি বরাদ্দ হয়েছে।
ঘর সামলাতে রায়বেরিলিতে প্রার্থী হয়ে ভোটে নামছেন প্রিয়াঙ্কা। কংগ্রেসের প্রচার ইন্দিরা কি পোতি আই ( ইন্দিরার নাতনি এসেছে)। মুখের আদলে ইন্দিরার সাথে প্রিয়াঙ্কার অনেকাংশে মিল। কংগ্রেস শূন্য রায়বেরিলিতে প্রিয়াঙ্কার বড় পাওনা ঠাকুমার মুখায়ব।