কুকি ও মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুর (Manipur)। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫৪ জনের বেশি। ৩৫৫ ধারা জারি করে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক।
দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ, সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী শশী থারুর।
রবিবার তিরুঅনন্তপুরমের সাংসদ মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে টুইটে লিখেছেন, ‘মণিপুরে বিজেপি সরকারকে ক্ষমতায় এনে রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন তারা প্রতারিত হয়েছেন। সংঘর্ষ মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। ফলে সময় এসেছে রাষ্ট্রপতি শাসন জারির।’
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মণিপুরে অশান্তির ঘটনায় মুখ পড়েছে রাজ্যের বিজেপি সরকার ও অমিত সাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। আর তারপরে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন থারুর।
উল্লেখ্য, টানা তিন দিন লাগামহীন সংঘর্ষের পরে চূড়াচাঁদপুর সহ বেশ কয়েকটি এলাকায় পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। সাধারণ মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন তার জন্য রবিবার সকাল সাতটা থেকে ১০ টা পর্যন্ত কার্ফু শিথিল করা হয়েছিল। যদিও অধিকাংশ মানুষই প্রাণভয়ে বাড়ি থেকে বের হননি।