জঙ্গি হানায় শহীদ ৪ সেনা জওয়ান, সরকারের ঘাড়েই দোষ চাপালেন রাহুল

নয়াদিল্লি: নতুন করে ভয়ানক জঙ্গি হামলায় (Terrorist Attack) কেঁপে উঠেছে কাশ্মীর ঘাঁটি। জঙ্গিদের সঙ্গে মুখোমুখ লড়াইয়ে ভারতীয় সেনার ৪ জওয়ান শহীদ হয়েছে। আর এই ঘটনাক…

Rahul Gandhi to visit Hathras meet kin of victims

নয়াদিল্লি: নতুন করে ভয়ানক জঙ্গি হামলায় (Terrorist Attack) কেঁপে উঠেছে কাশ্মীর ঘাঁটি। জঙ্গিদের সঙ্গে মুখোমুখ লড়াইয়ে ভারতীয় সেনার ৪ জওয়ান শহীদ হয়েছে। আর এই ঘটনাক কেন্দ্র করে স্বাভাবিকভাবেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

জম্মু ও কাশ্মীরে ডোডা এনকাউন্টারের দায় স্বীকার করেছে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছায়া গোষ্ঠী কাশ্মীর টাইগার্স। এতে এক মেজরসহ চার ভারতীয় সেনা শহীদ হয়েছে। বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে রাহুল গান্ধী ঘটনা প্রসঙ্গে বলেন, ‘বিজেপির ভুল নীতির ফল ভুগছেন জওয়ানরা। আজ জম্মু ও কাশ্মীরে আরও একটি জঙ্গি এনকাউন্টারে আমাদের জওয়ানরা শহিদ হয়েছেন। আমি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একের পর এক ঘটে যাওয়া এ ধরনের ভয়াবহ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এই ক্রমাগত জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরের বেহাল অবস্থা প্রকাশ করছে। বিজেপির ভুল নীতির ফল আমাদের জওয়ান ও তাঁদের পরিবারকে ভুগতে হচ্ছে। প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়র দাবি, বারবার নিরাপত্তার গাফিলতির সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে এবং দেশ ও জওয়ানদের ক্ষতি করা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

   

এক বিবৃতিতে জঙ্গি সংগঠন কাশ্মীর টাইগার্স বলেছে, নিরাপত্তা বাহিনী ‘মুজাহিদিনদের’ খোঁজে তল্লাশি অভিযান শুরু করলে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। অন্যদিকে সেনা কর্তারা জানিয়েছেন, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সোমবার সন্ধ্যায় দেশা জঙ্গলের ধারি গোটে উরবাগিতে যৌথ কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর জঙ্গিরা পালানোর চেষ্টা করলেও দুর্গম এলাকা ও ঘন জঙ্গল সত্ত্বেও এক অফিসারের নেতৃত্বে সাহসী সেনারা তাদের ধাওয়া করে।
এনকাউন্টারে পাঁচ জওয়ান গুরুতর জখম হন এবং পরে এক অফিসার-সহ চারজন শহীদ হন।