অগ্নিপথ প্রকল্প দ্রুত ফিরিয়ে নিক সরকার: প্রিয়াঙ্কা গান্ধী

কেন্দ্র সরকারের ‘চুক্তি ভিত্তিক অস্থায়ী সেনা নিয়োগ’ অথবা অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই সারা দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ৷ বিক্ষোভের ব্যাপক প্রভাব পড়েছে বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড,…

Priyanka Gandhi

কেন্দ্র সরকারের ‘চুক্তি ভিত্তিক অস্থায়ী সেনা নিয়োগ’ অথবা অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই সারা দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ৷ বিক্ষোভের ব্যাপক প্রভাব পড়েছে বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, হরিয়ানা সহ একাধিক রাজ্যে। কার্যত অগ্নিগর্ভে পরিণত হয়েছে বিহার। এবার সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

এদিন ট্যুইট করে প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্যে লেখেন, ২৪ ঘন্টাও হয়নি আর সরকারকে আর্মিতে ভর্তির নতুন নিয়ম বদলাতে হল। তার মানে চটজলদি সিদ্ধান্ত নিয়ে এটা যুব সমাজের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছিল। প্রধানমন্ত্রী এই প্রকল্প জলদি ফিরিয়ে নিন। বায়ু সেনা বিভাগে দ্রুত নিয়োগ করার ব্যবস্থা নিন। সেনা ভর্তির জন্য বয়সে ছাড় দিয়ে পুরাতন পদ্ধতিতে নিয়োগ করুন।

উল্লেখ্য, গত দুই দিন ধরে দেশের একাধিক জায়গায় অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে চলছিল আন্দোলন কর্মসূচি। শুক্রবার সকাল থেকেও সেই প্রভাব দেখা গেল বিহার জুড়ে৷ জানা গিয়েছে, মহিউদ্দিনগর স্টেশনে জম্মু তাওয়াই-গুয়াহাটি এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ লক্ষ্মীসরাইতে একটি প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিনেও বিহারের বক্সার, পুর্নিয়া, আরা, বেগুসরাই জুড়ে বিক্ষোভে শামিল হয়েছে আন্দোলনকারীরা।

একইসঙ্গে এদিন বেতিয়া রেলওয়ে স্টেশনের ওপরেও শুরু হয় বিক্ষোভ। লাখমিনিয়া স্টেশনে রেলওয়ে লাইনের ওপরেই টায়ার জ্বালিয়ে শুরু বিক্ষোভ৷ সকাল থেকেই বিহারের একাধিক রাস্তার ওপরেও শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি।

উত্তরপ্রদেশের বালিয়ায় উত্তপ্ত জনতা একটি স্টেশনের ভিতর প্রবেশ করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। এমনকি একটি প্যাসেঞ্জার ট্রেনেও হামলার অভিযোগ উঠেছে। আতঙ্কে নিরাপদ স্থানের দিকে ছোটে আম জনতা৷

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভের আঁচ শুক্রবার সকালে ঠাকুরনগরে চলে রেল অবরোধ। যার জেরে ব্যস্ত সময়ে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। বিক্ষোভের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল ৭টা ৪৯ মিনিট নাগাদ অবরোধ শুরু হয়।

অন্যদিকে, গত দু’দিন ধরে দেশজুড়ে বিক্ষোভের জেরে অগ্নিপথ প্রকল্পে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্র সরকার৷সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৩ করা হচ্ছে। কিন্তু চাকরি প্রত্যাশীদের দাবি, এধরনের চুক্রিভিত্তিক নিয়োগ চলবে না। সাধারণভাবেই নিয়োগ করতে হবে।