প্রশান্ত কিশোরের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করলেন ভোট কুশলী। একেবারে শুভেন্দু অধিকারীর কায়দায়।
বরাবরই শুভেন্দু অধিকারী দাবি করেন, আন্দোলন না করেই নেতা হয়েছেন অভিষেক। এবার কার্যত সেই সুরই শোনা গেল প্রশান্ত কিশোরের গলায়।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে হাজির ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। রাজনীতি নিয়ে আলোচনায় রাজনীতিবিদদের শেয়ার বাজারের স্টকের সঙ্গে তুলনা করে প্রশান্ত কিশোরকে প্রশ্ন করা হয়, “কোন রাজনীতিবিদের হয়ে বাজি ধরবেন?”
Prashant kishor calls Uday stalin, Jagan Reddy, Akhilesh, Abhishek Banerjee, Omar Abdullah, Raghav Chadha etc as potted plants, Bad stocks to choose in a multi-baggager environment pic.twitter.com/fHtH2reTTV
— Megh Updates 🚨™ (@MeghUpdates) February 3, 2024
শুরুতে ভোট কুশলী স্পষ্টতই জানিয়ে দেন যে তিনি এমন কিছু করবেন না। এর পরেই সঞ্চালক কয়েকজন রাজনীতিবিদের নাম বলেন- অখিলেশ যাদব, আদিত্য ঠাকরে, চিরাগ পাসওয়ান, কেটিআর, জন রেড্ডি, রাঘব চাড্ডা, ওমর আবদুল্লা, উদয়নিধি স্টালিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার প্রশান্ত কিশোরের জবাব একটু দীর্ঘ। বলেন, যাদের নাম বলা হল সবাই পটেড প্লান্টস(Potted Plants)। ১০টা খারাপ স্টক নিতে বলা হচ্ছে, যেগুলি আরও খারাপ হতে চলেছে।
খুব স্পষ্ট করে ভোট কুশলী বুঝিয়ে দেন যে তিনি উল্লিখিত কারো পক্ষেই বাজি ধরতে নারাজ। তালিকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন।