Navjot Singh Sidhu: গুরুতর অসুস্থ সিধুকে কারাগার থেকে পাঠানো হল হাসপাতালে

৩৪ বছর পুরনো একটি মামলায় নভজ্যোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জেলা থাকালীন লিভারের সমস্যায় ভুগছেন প্রাক্তন ক্রিকেটার। তাঁকে চন্ডীগড়ের…

navjot singh sidhu

৩৪ বছর পুরনো একটি মামলায় নভজ্যোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জেলা থাকালীন লিভারের সমস্যায় ভুগছেন প্রাক্তন ক্রিকেটার। তাঁকে চন্ডীগড়ের পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএনআই সূত্রে খবর, সোমবার পাতিয়ালা জেল থেকে কড়া নিরাপত্তা করিডর করে সিধুকে হাসপাতালে আনা হয়। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। শারীরিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্থিতিশীল। কতগুলি রুটিন চেক আপ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাঞ্জাবের রাস্তায় গুরনাম সিং নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে নভজ্যোৎ সিং সিধুর বিরুদ্ধে। অভিযোগ, ৬৫ বছরের ওই ব্যক্তিকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করেন সিধু। প্রথমে বিষয়টি শুরু হয়েছিল বচসা দিয়ে পরে তা হাতাহাতিতে পৌঁছে যায়। সিধুর মারেই মাথায় আঘাত পেয়ে গুরনাম সিংহের মৃত্যু হয় বলেই জানানো হয়েছিল অভিযোগ৷

Advertisements

২০১৮ সালে এই মামলায় মামলায় ৩ বছরের সাজা কমিয়ে ১০০০ টাকার জরিমানা ঘোষণা করা হয়েছিলম কিন্তু সম্প্রতি সিধুর এক বছরের কারাবাসের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি এসকে কওউল।