দক্ষিণের নয়া ‘চাণক্য’ দীপা, প্রিয়-পত্নীর হাত ধরেই খেলা ঘোরাচ্ছে কংগ্রেস

দক্ষিণ ভারতে কংগ্রেসের ‘চাণক্য’ হয়ে উঠছেন বাংলার মেয়ে। বিজেপি কিংবা কেসিআরের দল ‘ভারত রাষ্ট্র সমিতি’ বিআরএসের একাধিক বিধায়ক-নেতা কিন্তু পা বাড়িয়ে রয়েছে কংগ্রেসে। প্রয়াত কংগ্রেস…

দক্ষিণ ভারতে কংগ্রেসের ‘চাণক্য’ হয়ে উঠছেন বাংলার মেয়ে। বিজেপি কিংবা কেসিআরের দল ‘ভারত রাষ্ট্র সমিতি’ বিআরএসের একাধিক বিধায়ক-নেতা কিন্তু পা বাড়িয়ে রয়েছে কংগ্রেসে। প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির পত্নী দীপা দাসমুন্সীর হাতেই রয়েছে তেলেঙ্গানার দায়িত্ব। গতবছর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের পর্যবেক্ষক হিসেবে যোগ দেন তিনি। তাঁর সাজানো কৌশলেই কেসি রাওয়ের দূর্গে ফাটল ধরিয়েছে কংগ্রেস।

মাঝরাতে দলবদল! বিআরএস ছেড়ে ৬ MLC যোগ দিলেন কংগ্রেসে

   

২০২৩ সালে বিধানসভা ভোটের আগেই তেলেঙ্গানায় ধারাবাহিক ভাঙন শুরু হয়েছিল বিআরএসে। আর তারপর ভোটে জিতে কংগ্রেস ক্ষমতায় আসতেই তেলেঙ্গানায় শুরু হয় দলবদলের পর্ব। ছয় জন বিধায়ক এবং প্রবীণ রাজ্যসভা সাংসদকে কেশব রাওয়ের পরে এ বার দাক্ষিণাত্যের ওই রাজ্যে বিআরএসের ছ’জন বিধান পরিষদ সদস্য কংগ্রেসে যোগ দিলেন।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং এআইসিসির পর্যবেক্ষক দীপা দাশমুন্সির উপস্থিতিতে শুক্রবার কংগ্রেসে যোগ দেন তাঁরা। এর ফলে ৪০ সদস্যের বিধান পরিষদে বিআরএসের সদস্যসংখ্যা ২৫ থেকে কমে হল ১৯। কংগ্রেসের চার থেকে বেড়ে ১০।

২০২৬-এ উল্টে যেতে পারে NDA সরকার! আশঙ্কা প্রকাশ বিজেপি বিধায়কের

দীপা দাশমুন্সি ইউপিএ আমলে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর প্রয়াত স্বামীর অনুপস্থিতিতে রায়গঞ্জ কেন্দ্র থেকে তিনিই কংগ্রেসের লোকসভা প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদে যান। ২০০৯ থেকে ২০১৪ মনমোহন সিং-এর আমলে সংসদে ও দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারপর ২০১৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যেপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ান তিনি। তারপর পরাজিত হয়ে দলের সাংগঠনিক কাজে মনোনিবেশ করেন।

তিন দশক আর শাড়ি কেনেন না, কাশী সফরই বদলে দিয়েছিল সুধা মূর্তির মানসিকতা!

গতবছর কর্ণাটকেও বিজেপিকে হারিয়ে অপ্রত্যাশিত জয় পেয়েছে কংগ্রেস। তারপর থেকেই দক্ষিণে কংগ্রেসের জেতার পথ অনেকটাই মসৃণ হয়ে ওঠে। কর্ণাটকের জয়ের সুরেই তেলেঙ্গানায় পালা বদলের স্বপ্ন বুঁনতে শুরু করে রেবন্ত রেড্ডিরা। এরপর সেখানে প্রিয়রঞ্জন জায়ার হাত ধরেই তেলেঙ্গানায় ফিনিক্স পাখির মতো উত্থাণ ঘটায় হাত শিবির। বর্তমানে তেলেঙ্গানায় দল পরিবর্তন করে বিরোধী নেতাদের কংগ্রেসে যোগদানের বিষয়টিকে অমিত শাহের ‘অপারেশন লোটাস’ এর সঙ্গেও তুলনা করেছে রাজনৈতিক মহল।