শিবসেনাকে হঠাতে ‘হাত’ ধরল বিজেপি! আম্বরনাথে নজিরবিহীন রাজনৈতিক নাটক

Congress-BJP alliance

মুম্বই: মহারাষ্ট্রের আম্বরনাথ পৌরসভা (Ambernath Municipal Council) নির্বাচনে ক্ষমতা দখলকে কেন্দ্র করে এক নজিরবিহীন রাজনৈতিক সমীকরণ প্রকাশ্যে এসেছে। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাকে কোণঠাসা করতে বিজেপি এবং কংগ্রেস হাত মিলিয়েছে বলে যে জল্পনা ছড়িয়েছিল, বুধবার তাতে নতুন মাত্রা যোগ করলেন কংগ্রেস নেতা শচীন সাওয়ান্ত। তবে তিনি একে সরাসরি ‘বিজেপি-কংগ্রেস জোট’ বলতে নারাজ।

‘আম্বরনাথ বিকাশ আঘাড়ি’: দুর্নীতির বিরুদ্ধে লড়াই?

শচীন সাওয়ান্ত স্পষ্ট করে জানিয়েছেন যে, এটি কেবলমাত্র বিজেপি ও কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক জোট নয়। বরং স্থানীয় স্তরে শিন্ডে-সেনার ‘দুর্নীতি’র বিরুদ্ধে লড়াই করতে বিভিন্ন দলের কর্মীরা দলমত নির্বিশেষে একজোট হয়ে ‘আম্বরনাথ বিকাশ আঘাড়ি’ (Ambernath Development Front) গঠন করেছেন। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আম্বরনাথে দলীয় প্রতীক ও পরিচয় সরিয়ে রেখে স্থানীয় শিন্ডে-সেনার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিভিন্ন দলের কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। এর মধ্যে নির্দল প্রার্থীরাও রয়েছেন। তাই বিজেপি ও কংগ্রেসের জোট হয়েছে বলে যে খবর রটছে, তা সঠিক নয়।”

   

ক্ষুব্ধ শিন্ডে শিবির: ‘পিঠে ছুরি মারা’র অভিযোগ Congress-BJP alliance

বিজেপি-কংগ্রেসের এই অঘোষিত বোঝাপড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা। উল্লেখ্য, মহারাষ্ট্র সরকারে বিজেপি ও শিবসেনা (শিন্ডে) জোটসঙ্গী হলেও আম্বরনাথে তারা একে অপরের বিরোধী। শিন্ডে শিবিরের বিধায়ক বালাজি কিনিদকর একে ‘অপবিত্র জোট’ বলে অভিহিত করে বিজেপিকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে দাগিয়ে দিয়েছেন। তিনি বলেন, “যারা কংগ্রেস-মুক্ত ভারতের কথা বলে, তারা আজ ক্ষমতার লোভে কংগ্রেসের সাথে হাত মেলাচ্ছে। এটা শিবসেনার পিঠে ছুরি মারা ছাড়া আর কিছুই নয়।”

কড়া কড়া বার্তা দেবেন্দ্র ফড়নবিশের

এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে বিজেপির রাজ্য নেতৃত্বও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই জোট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন যে, কংগ্রেস বা এআইএমআইএম (AIMIM)-এর সাথে কোনো ধরনের সমঝোতা বিজেপি মেনে নেবে না। ফড়নবিশ বলেন, “যদি কোনো স্থানীয় নেতা নিজেদের ইচ্ছামতো এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” আম্বরনাথে কংগ্রেসের সাথে এবং আকোটে মিমের সাথে করা সমস্ত জোট অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আম্বরনাথের রাজনৈতিক সমীকরণ

৬০ আসনের আম্বরনাথ পৌরসভায় একনাথ শিন্ডের শিবসেনা ২৭টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্যদিকে, বিজেপি (১৪), কংগ্রেস (১২) এবং অজিত পাওয়ারের এনসিপি (৪) ও নির্দলদের সমর্থনে একটি জোট গঠন করে ৩১টি আসনের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে। এর ফলেই শিবসেনাকে সরিয়ে ক্ষমতা দখলের রাস্তা পরিষ্কার হয় বিজেপির।

Bharat: Congress-BJP to form alliance? After a massive buzz and uproar in Ambernath, Sachin Sawant issues a clarification. Devendra Fadnavis warns local units against tie-ups with Congress. Read the full story on Maharashtra’s shifting political equations.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন