বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল

জুলাই মাসের শুরুতেই মিলল সুখবর। শুক্রবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল। জানা গিয়েছে, ১৯ কেজি সিলিন্ডার পিছু দাম কমেছে ১৮২ টাকা। ফলে এখন ১৯…

জুলাই মাসের শুরুতেই মিলল সুখবর। শুক্রবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল। জানা গিয়েছে, ১৯ কেজি সিলিন্ডার পিছু দাম কমেছে ১৮২ টাকা। ফলে এখন ১৯ কেজি সিলিন্ডার বিকোচ্ছে ২ হাজার ১৪০ টাকায়।

কলকাতায় ১৯ কেজি সিলিন্ডার বিকোচ্ছে ২ হাজার ১৪০ টাকা। অন্যদিকে রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯৮ টাকা কমানো হয়েছে। দিল্লিতে এখন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০২১ টাকা। আগে যা ছিল ২২১৯ টাকা। একইভাবে মুম্বাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১৯০.৫০ টাকা কমেছে। চেন্নাইয়ে তাদের দাম কমেছে ১৮৭ টাকা। তবে দেশীয় সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

   

এর আগে গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল ১৩৫ টাকা। গত মে মাসে দু’বার দাম বাড়ানো হয় গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের। এর আগে গত ৭ মে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। ১৯ মে দামও বাড়ানো হয়। সম্প্রতি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পর দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তি আশায় ছিলেন সাধারণ মানুষ।

Advertisements

তবে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News