Bhagwant Mann: জেলেনস্কি গতিতে কমেডিম্যান থেকে ক্ষমতায় দ্বিতীয় আম আদমি মুখ্যমন্ত্রী

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: একেবারে জেলেনস্কি গতি! হু হু করে উড়ে গিয়ে কুর্সিতে ঢুকে পড়া। তারপরেই বিস্ফোরণ! আম আদমি বিস্ফোরণে পাঞ্জাব কাঁপছে। দিল্লি থেকে চন্ডীগড় শুধু…

bhagwant mann comedy show

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: একেবারে জেলেনস্কি গতি! হু হু করে উড়ে গিয়ে কুর্সিতে ঢুকে পড়া। তারপরেই বিস্ফোরণ! আম আদমি বিস্ফোরণে পাঞ্জাব কাঁপছে। দিল্লি থেকে চন্ডীগড় শুধু ঝাঁটা আর ঝাঁটা নিয়েই আলোচনা।

পাঞ্জাবের নব্য ক্ষমতাধর ভাগবন্ত মান (Bhagwant Mann) ও সম্প্রতি আলোচিত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কাকতালীয়ভাবে মিল-দু’জনেই কমেডি ম্যান। হাস্যকৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয়। যেভাবে কৌতুক মঞ্চ থেকে ছিটকে এসে ইউক্রেনের রাজনীতিতে ঢুকে পড়েছিলেন জেলেনস্কি, ঠিক তেমনই ভারতের দ্বিতীয় আম আদমি মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান এসেছেন।

আপাতত রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি লড়াই করছেন। আর গণতন্ত্রের যুদ্ধে জিতে জেলেনস্কি গতিতে উঠে এলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

বছর দুয়েক আগে কমেডিম্যান জেলেনস্কি তাঁর কমেডি শো কে হাতিয়ার করে ইউক্রেনের ভোটে জয়ী হন। তিনি প্রেসিডেন্ট হবার পর থেকে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গরম করে দেন। তার জেরে ভয়াবহ রুশ হামলার মুখে পড়েছেন। কমেডিম্যান থেকে প্রেসিডেন্ট হওয়ার এই দৌড়কে জেলেনস্কি গতি বলা হয়।

কমেডিম্যান ভাগবন্ত মান কমেডি শো করার সাথে সাথে রাজনীতিতে ঢুকছিলেন। ২০১১ সালে পাঞ্জাব পিপলস পার্টির হয়ে লড়াই করেন। হারেন। পরে দল বদলে নেন। আম আদমি পার্টির হয়ে জিতে সোজা সংসদে যান। ২০২২ সালে এসে মুখ্যমন্ত্রী হলেন।

আম আদমি পার্টির সরকার কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লির বলয় থেকে বেরিয়ে প্রথম কোনও পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতায় বসেছে। কমেডিম্যান ভগবন্ত মানের সামনে আছে দলটির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালের বিরাট ছায়া। ‘কমন ম্যান’ অর্থাৎ আম আদমি হয়েও কেজরিওয়াল আলোচিত ভারত থেকে বিদেশ সর্বত্র। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজনৈতিক কৌলিন্যে কেজরির সমকক্ষ হয়ে যাবেন ভগবন্ত মান। জয়ের পর চন্ডীগড়ে মান বলেছেন, পাঞ্জাববাসী আপনাদের অভিনন্দন। আম আদমি পার্টির সরকারে কিছু ফারাক দেখবেন আপনারা।