Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মমতা

শনিবার সকালে দুর্ঘটনাস্থলে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘটনাস্থল ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) রেল দুর্ঘটনায় বাংলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক…

short-samachar

শনিবার সকালে দুর্ঘটনাস্থলে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘটনাস্থল ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) রেল দুর্ঘটনায় বাংলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা।

   

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, “‘বাংলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের যাঁরা আহত হয়েছেন, প্রয়োজনে কলকাতায় নিয়ে গিয়ে তাঁদের চিকিৎসা করাব।’’

ওড়িশা রাজ্যের বালাসোরে করমণ্ডল ও যশবন্তপুরের কামরাগুলি বেলাইন হয় শুক্রবার। ভয়াবহ দুর্ঘটানার পর দুর্ঘটনাস্থলে গিয়ে পশ্চিমবঙ্গের মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন আর্থিক ক্ষতিপূরণের বার্তা।

হাওড়া ও চেন্নাই, বেঙ্গালুরুর মধ্যে ট্রেন চলাচল আপাতত ব্যাহত। চলছে উদ্ধার কাজ। বেলা দুটো পর্যন্ত দুশোর বেশি নিহত। আরও মৃত্যুর আশঙ্কা।